ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কোনো বিবাহিত পুরুষ যদি ঈমান থাকা সত্ত্বেও সন্দেহের বশে ঈমান নবায়ন করে, তাহলে তার বৈবাহিক সম্পর্ক ভেঙ্গে যাবে না। এবং ঈমানও চলে যাবে না।
(২) কেউ যদি একটার পর একটা রোগে আক্তান্ত হয়, তাহলে সুস্থ জীবনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সকল প্রকার নেক আমল করতে হবে এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে।
(৩)অসুস্থ হলে সওয়াব পাওয়া যায় এবং মর্যাদাও বৃদ্ধি পায়।
وَعَن أبي هُرَيْرَة وَأبي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةُ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بهَا من خطاياه»
আবূ হুরায়রাহ্ (রাঃ) ও আবূ সা’ঈদ আল্ খুদরী (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের ওপর এমন কোন বিপদ আসে না, কোন রোগ, কোন ভাবনা, কোন চিন্তা, কোন দুঃখ-কষ্ট হয় না, এমনকি তার গায়ে একটি কাঁটাও ফুটে না, যার দ্বারা আল্লাহ তার গুনাহগুলো মাফ না করেন। (মিশকাত-১৫৩৭)
(৪)সত্যিকারের অলীদের কবরের সামনে তাদের কাছে কিছু চাওয়া বা বলা যাবে না।বরং এটা শিরক হবে না।