আসসালামুআলাইকুম উস্তাদ,
ইসলামী ব্যাংকে মুদারাবা সঞ্চয় করে যে লাভ দেয় সেটা নেয়া কি জায়েয হবে? ১ লাখে তিন মাস পর পর ১৭০০/১৮০০ টাকা দেয় । ফিক্সড কোন টাকা দেয় না। ব্যাংকের মানুষরা বলেছে এটা নাকি পুরো হালাল । তারা জমা দেয়া টাকা দিয়ে ব্যবসার কাজে খরচ করে
এই টাকা কি নেয়া যাবে?