আসসালামু আলাইকুম।
প্রশ্ন (১) স্মৃতি হিসেবে রাখার জন্য পানি খাওয়ার মগে ছবি প্রিন্ট করা যাবে কিনা?
প্রশ্ন (২) গাণিতিক সংখ্যা যেমন ২,৪,৫ এগুলো কোন কেনায়া শব্দ কি? প্রশ্ন যদি কোন বেক্তি (তা...) এর নিয়তে " তুমি " শব্দ ব্যবহার না করে শুধু যদি "দুই" অথবা "তিন" উচচারন করে তাহলে কি তার স্ত্রীর উপর (তা...) হবে কি?উক্ত ব্যক্তি যদি তার স্ত্রীর সামনে না, সে যদি নিজে একাকি স্থানে যদি উচ্চারণ করে।
হুজুর আল্লাহর কসম লাগে উত্তরটি জানাবেন।একজন অশিক্ষিত ভাই যিনি স্মার্টফোন ব্যবহার করতে পারেন না, তিনি এটি জানতে চেয়েছেন আপনার কাছে।
আপনি যদি উত্তর দিতে না চান অন্তত আপনাকে অনুরোধ করছি ২,৪,৫এই গাণিতিক সংখ্যাগুলো কি কেনায়া শব্দ?
আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুক