আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
চিন্তায় পড়ে গিয়েছি হযরত। সম্প্রতি খালেদা জিয়ার একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়। তিনি মুমূর্ষু অবস্থায় এইরকম পরিস্থিতিতে আবার ভাষণও দিচ্ছেন দেখছিলাম। তো,যখন উনি সালাম দিলেন,বিসমিল্লাহ বললেন,আল্লাহর মেহেরবানী বললেন মানে উনি শুরু থেকেই যা যা যেভাবে বললেন তাতে জোরে জোরে হেসে ফেললে এবং তা অন্যকে শোনালে ইমান চলে যাবে? আসলে উনার কথা শুনে হাসি পেয়েছে,দ্বীন মেনে চলি তাই সালাম, বিসমিল্লাহ এগুলো খুবই পবিত্র জিনিস। কিন্তু মুমূর্ষু অবস্থায় উনার কথার ভংগিমায় এই পবিত্র জিনিসগুলোও শোনার সময় কেউ জোরে হেসে ফেললে আর তার বক্তব্য এবং এই পবিত্র জিনিসগুলো সাথে থাকা কাউকে শোনালে হেসে হেসে,তবে কি ঈমান চলে গিয়েছে? এখানে তার কথার ভংগিমা শুনে এমন ব্যংগ হাসি এসেছে। মনে হচ্ছিলো, ভিক্ষুক যেভাবে আল্লাহর নাম নিয়ে বয়ান করে ভিক্ষা করে,ঐরকম অনেকটা,কথার ধরনে হাসি পেয়েছে।