আসসালামু আলাইকুম। ২ বছর পূর্বে আমার বিয়ে হয়।বিয়ের কিছুদিন পরে জানতে পারি আমার শ্বশুর এর অনেক টাকা ব্যাংক ঋণ আছে।বিয়ের আগে আমাদের বাড়ির কেউ এ ব্যাপারে তাদের জিজ্ঞেস করেননি,উনারাও নিজে থেকে জানান নাই। প্রতি মাসে উনাদের ব্যাংকে সুদ দিতে হয়।এই কারণে সংসারেও টানাপোড়েন হয়। বিভিন্ন আত্নীয় স্বজন এবং অনেক প্রতিবেশীদের কাছেও ঋনী এই কারণে। আমার শ্বশুর এর ৩ ছেলেমেয়ে।আমার স্বামী সবার বড়।মেজ ননদের বিয়ে হয়েছে এবং দেবর ডিপ্লোমা পড়ছে।আমার শ্বশুর এর প্রিন্টিং এর ব্যাবসা ছিল। করোনাকালীন সময় থেকে ব্যাবসায় মন্দা শুরু হয়। এরপর বাধ্য হয়েই ১ বছর আগে তাকে ব্যাবসা ছেড়ে দিতে হয়।ঢাকায় আমার শ্বশুর এর একটা ছোট বাড়ি আছে, এই বাড়ির উপর ই উনি ঋণ নিয়েছিলেন প্রায় ৬/৭ বছর পূর্বে। শেয়ার ব্যাবসায় টাকার ক্ষতি হওয়ায় উনি ঋণ পরিশোধ করতে পারেন নি। এখন পরিবারে উপার্জন করেন কেবল আমার স্বামী। আর কিছু টাকা বাড়িভাড়া আসে।আমি হিসেব পুরোপুরি জানিনা তবে আমি যতটুকু জানতে পেরেছি তার একটা হিসেব দিচ্ছি।আমার শ্বশুর ৩০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। চক্রবৃদ্ধি সুদের কারণে সেটা কিছু টা বেড়েছে। এবং আত্নীয় স্বজন দের ঋণ সব মিলে তাদের ঋন ৬০-৬৫ লাখ টাকা। মাসে তাদের ৪০ হাজার টাকার মত সুদ আসে।আমার স্বামীর বেতন মাসে ২৫ হাজার এবং বাড়ি ভাড়া মাসে ৩৫ হাজার এর মত পান যার অনেকাংশ বিল এবং বাড়ির মেইনটেইনেন্স এ খরচ হয়।উনাদের বাড়ির বর্তমান মূল্য দেড় কোটি টাকার মতো। ব্যাংক এর সুদ দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছেনা উলটো প্রতিমাসেই ব্যাংক এর সুদ এর ঘাটতি থেকে যাচ্ছে। উনার ৩ ছেলেমেয়ে চান বাড়ি বিক্রি করে এই ঋণ শোধ করতে। যেহেতু আমার শ্বশুর এর এই বাড়ি ব্যতীত অন্য কোনো সম্পত্তি নেই গ্রামেও উনাদের বাড়ি বা জমি নেই।সেজন্য আমার শ্বশুর ইনসিকিউরড ফিল করেন, যে ছেলেমেয়েদের উপর নির্ভরশীল হতে হবে। আমার শ্বশুর এর বর্তমান বয়স ৫৬ বছর। উনি এবং আমার শাশুড়ি কেউ ই বাড়ি বিক্রি করতে চান না।অনেক আলেম দের বক্তব্য, হাদিস কুরআন এর কথা ইত্যাদি দিয়ে উনাদের বুঝানো হয়েছে কিন্তু উনারা কিছুতেই রাজি না।উনাদের কথা ৩ ছেলেমেয়ে চাকরি করলে এই ঋণ জলদিই শেষ হয়ে যাবে।কিন্তু এভাবে শেষ করতে করতে অনেক বছর লেগে যাবে এবং সুদ বাড়তেই থাকবে।আমার স্বামী এবং আমি উনাদের থেকে আলাদা সংসার করতেও রাজি নই। এমতাবস্থায় -
১.আর কি কি উপায়ে এই সুদ থেকে আমরা রক্ষা পেতে পারি?
২.কিভাবে আমি হারাম মুক্ত একটা সুন্দর সংসার গঠন করতে পারি?