ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মাদ ইবনে সীরিন রহ. বলেছেন :
الرؤيا ثلاث : حديث النفس ، وتخويف الشيطان ، وبشرى من الله . (رواه البخاري في التعبير)
স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা। শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। (বর্ণনায় : বুখারি)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/734
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
সূর্যগ্রহণ দেশের সরকার প্রধানের জন্য অশনি সংকেতের অর্থ বহন করে। আল্লাহ প্রিয় মাতৃভূমির হেফাজত করুক।আমীন।
( كسوف الشمس والقمر) (من رأى) في المنام أن الشمس كسفت فهو حدث بالملك الأعظم وإن رأى أن القمر خسف فهو حدث بالوزير وقيل أن كسوف الشمس موت امرأته أو والدته.(تعطير الأنام في تعبير المنام ص: ٣٠٤)
كسوف الشمس
إذا حلمت ب كسوف الشمس فإن هذا يدل على فشل مؤقت في العمل والشؤون الدنيوية الأخرى وعلى اضطرابات في العائلة.(موسوعة تفسير الاحلام ص:١٤٠)
(২)
এই স্বপ্নটাও দেশের রাজনৈতিক পরিস্থিতির অস্থিতিশীলতার দিকে ইঙ্গিত বহন করে, আল্লাহ আমাদের হেফাজত করুক।আমীন।