একজন ত্রিশ বছর বয়সী মহিলা, আপাতদৃষ্টিতে প্র‍্যাক্টিসিং মুসলিমাহ। গত মাসে ভালোই আমল, ইবাদাহ চলছিল। হঠাত তার অস্বাভাবিক সেক্সুয়াল ডিজায়ার ফিল করেন, এমন এর আগে কখনোই হয়নি, সেই সময়টায় প্রথমে কয়দিন তার জোর করে স্বলাত আদায় করা লাগত, মানে নিজের সাথে অনেক যুদ্ধ করে। আস্তে আস্তে ২-১ দিনের মধ্যে পুরোপুরি সালাত ছেড়ে দিলেন। ওই সময়ে যিলহজ্জ মাসের রোজাও তিনি রাখছিলেন, তবুও এক অস্বাভাবিক কিছু তিনি বোধ করতেন। ২ রাতেই তিনি ৬+ বার তার হাজব্যান্ড এর সাথে মিলিত হন, এর আগে কখনো এমন হয়নি, বেশ কয়েকবার নাকি তিনি ঘুমের মধ্যে করেছেন তার হাজব্যান্ডের মতে, আর দিনে তার সেটা মনেই থাকতনা। তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, উঠে দাঁড়াতেও পারছিলেন না, ওই সময়ে ২ দিন সে কোন এ্যাপ এ অন্য পুরুষদের সাথেও আজেবাজে আলাপ করছিলেন, সেটাও নাকি তার পরদিন সব মনে থাকতনা। তার হাজব্যান্ড এর কাছে যখন শুনলেন কিছু বিষয় যা তার একদমই মনে থাকতনা তখন তিনি ৪ কুল, আয়াতুল কুরসি দিয়ে সেল্ফ রুকইয়াহ শুরু করেন আর পরে ২-৩ দিনের মধ্যে অনেকটাই স্বাভাবিক বোধ করলেন। তিনি অনুতপ্ত, হতাশ হয়ে যাচ্ছেন, যেহেতু এমন পাপ তিনি আগে কখনো করেন নি, আর এখনো বারবার শুধু বলছেন আমি পবিত্র হব কিভাবে? আল্লাহ এই পাপ যদি প্রকাশ করে দেন? রিসেন্টলি, উনি আবার সালাতে অনীহা, ঘুম না আসা, একা একা কথা সারা রাত কথা বলা, ঘাড়ে ব্যাথা, মধ্য রাতে দরজার পাশ দিয়ে ২ দিন কাউকে যেতে দেখা, হঠাত পিরিয়ডে প্রব্লেম হওয়া, এসব সমস্যা হচ্ছে। উনি মানসিকভাবে স্ট্যাবল থাকতে পারছেন না, এই হঠাত কান্না করেন, আবার হাসেন। আবার তার সেই গায়রে মাহরামদের সাথে চ্যাটিং এর জন্য আফসোস, কান্না, হতাশা এসব ও করেন। উনি ওনার হাজব্যান্ড কে সব বলতে চান, কিন্তু ভয় পাচ্ছেন যদি সম্পর্ক খারাপ হয়! আবার মাঝে মাঝে সুইসাইডাল চিন্তাও করেন, পর পুরুষ দেখেছে তাই নিজের প্রতি ঘৃণা থেকে ডিভোর্স দিয়ে একা থাকতে চান, হুটহাট মন পরিবর্তন, হঠাত মেজাজ ও নিয়ন্ত্রণ এ রাখতে পারছেন না। ওনার এমতাবস্থায় করণীয় কি?