১.সহীহ হাদীস এ বর্ণিত ছোট দুরুদ দিন।
২.সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়লে কি দুরুদ পড়ার সওয়াব পাওয়া যাবে?
৩.আপনারা বলেছেন ওয়াসওয়াসা রিলেটেড ফ্রি কোর্স করলে প্রশ্নের উত্তর দিবেন,আমি আলহামদুলিল্লাহ ফ্রি কোর্স করেছি,আর কোড বিভিন্ন জায়গায় খুজে পাইনি,প্রশ্ন উল্লেখ ছিল,২ বার প্রশ্ন করেছি তারপর ও উত্তর পাইনি,এর কারণ কি? আলহামদুলিল্লাহ কোর্স করেছি,কিন্তু এখনো সুস্থ হয়নি,আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
৪.খাবার সংক্রান্ত ওয়াসওয়াসা নিয়ে উত্তর দেয়ার অনুরোধ রইলো,খাবার খেতে পারছি না,বাসায় বিভিন্ন প্যাকেট জাত মশলা ব্যাবহার করা হয়,অনেক সময় প্রতিবেশীর বাসা থেকে খাবার দিয়ে যায়,বা বাইরের খাবার,সব ক্ষেত্রেই হারাম কোন উপাদান আছে কিনা জানিনা,এক্ষেত্রে কি করণীয়?
৫.বাংলাদেশে উৎপাদিত বিস্কুট এ হালাল লিখা থাকার পরেও একটা উপাদান গুগলে সার্চ করলে হারাম লিখা আসে, এটা কি খাওয়া যাবে?সন্দেহ যুক্ত উপাদান,আমি খাচ্ছি না,বাসার মানুষকে কি খেতে নিষেধ করবো?গুগলে লিখা ডৌ কন্ডিশনার হারাম ,আর ই ২২৩ হালাল
উপাদান টা হচ্ছে (Dough conditioner e223)
৬.সৌদি আরব থেকে আগত চকলেট আরবী লিখা,কিন্তু প্যাকেট এর গায়ে হালাল হারাম কিছু লিখা নাই, প্যাকেট এ লিখা কান্ট্রি অরিজিন ব্রাজিল,উপাদান তালিকা সার্চ করলে মাসবুহ লিখা আসে, মানে উদ্ভিদ উপাদান থেকে নিলে হালাল আর প্রাণিজ উপাদান থেকে নিলে হারাম,আর গুগলে সার্চ করলে উক্ত কোম্পানি সৌদি আরবে বিক্রিত সব চকলেট হালাল লিখা আসে,এই চকলেট কি খাওয়া যাবে?
৭. আলহামদুলিল্লাহ দ্বীন দুনিয়া পরিবার অর্থ সম্পদের নিরাপত্তার দুআ আছে,হিসনূন মুসলিম এপ থেকে প্রাপ্ত,এই দুআ কি সহীহ হাদীস এ আছে?আবু দাউদ (৫০৭৪),ইবনে মাজাহ ৩৮৭১
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল ‘আফওয়া ওয়াল- ‘আ-ফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আ-খিরাতি। আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল ‘আফওয়া ওয়াল-‘আ-ফিয়াতা ফী দীনী ওয়াদুনইয়াইয়া....