আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
117 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (3 points)
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকতুহু

প্রিয় মুফতী সাহেব,

একটি মিসওয়াক ঠিক কতদিন ব্যবহার করা যাবে এবং দৈর্ঘ্য কতটুকু হওয়া পর্যন্ত ব্যবহার করা ভালো?

মিসওয়াকের ফজিলত সম্পর্কে জানার পর মিসওয়াক ব্যবহার করার প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে পড়ি । সঠিকভাবে মিসওয়াক ব্যবহার করার পদ্ধতি সম্পর্কে অবগত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ ।

কিন্তু দৈর্ঘ্য কতটুকু হওয়া পর্যন্ত মিসওয়াক ব্যবহার করা উত্তম, এ সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞ।

-------------------------------------------------------------

মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আরো বেশি উপকারী জ্ঞান অর্জন এবং তা ছড়িয়ে দেওয়ার তাওফীক দান করুন। আমীন
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু

1 Answer

0 votes
by (58,470 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

بسم الله الرحمن الرحيم

জবাব,

https://ifatwa.info/33763/   নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে,

 

https://www.ifatwa.info/7696 নং ফাতাওয়ায় বলেছি যে, মিসওয়াক করা সুন্নত। পাঁচ সময়ে মিসওয়াক করা সুন্নত। (১)ঘুমানোর পূর্বে(২)ঘুম থেকে উঠে(৩)অজুর সময়(৪)নামাযের পূর্বে (৫)খাওয়ার পরে।

হাদীস এসেছে....

عن ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻗﺎﻟﺖ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : " ﺍﻟﺴﻮﺍﻙ ﻣﻄﻬﺮﺓ ﻟﻠﻔﻢ ، ﻣﺮﺿﺎﺓ ﻟﻠﺮﺏ " ﻋﻠﻘﻪ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ﻓﻲ ﺻﺤﻴﺤﻪ ( 2/274 ) ﻭﻭﺻﻠﻪ ﺃﺣﻤﺪ ( 6/47 ) ﻭﺍﻟﻨﺴﺎﺋﻲ ( 1/50 ) ﻭﺇﺳﻨﺎﺩﻩ ﺻﺤﻴﺢ ( ﺍﻹﺭﻭﺍﺀ 1/105

তরজমাঃ-হযরত আয়েশা রাঃ থেকে বর্ণিতঃ-

নবী কারীম সাঃ বলেনঃ- মুখ পবিত্র রাখা ও প্রভুর সন্তুষ্টি লাভের উপকরণ হচ্ছে মিসওয়াক।

মিসওয়াক করা সুন্নাত।অত্র হাদীস দ্বারা বুঝা যায় মিসওয়াকের দু'টি দিক রয়েছে "প্রথমত " মুখের ভেতর দাঁতগুলো পরিষ্কার ও ময়লামুক্ত করা। "দ্বিতীয়ত" হাদীসে বর্ণিত  মিসওয়াকের উপকরণ। অর্থাৎ দাঁত পরিষ্কার করার কাজে ব্যবহৃত গাছের ডাল। টুথপেস্ট, ব্রাশ ও মাজনের মাধ্যমে মিসওয়াকের প্রথম সুন্নত আদায় হবে। হজরত ইমাম নববি (রহ.) বলেন,

وَيُسْتَحَبُّ أَنْ يَسْتَاكَ بِعُودٍ من أراك وبأى شئ اسْتَاكَ مِمَّا يُزِيلُ التَّغَيُّرَ حَصَلَ السِّوَاكُ كَالْخِرْقَة)شرح مسلم للنووي،ج٣ِ:ص١٤٣(

দুর্গন্ধ এবং দাঁতের হলদে আবরণ দূর করার কাজে যেকোনো উপকরণ, এমনকি কাপড়ের টুকরো ব্যবহার করলেও একটি সুন্নত আদায় হবে। এ ক্ষেত্রে শুধু দাঁতের আঙুল ব্যবহার করলে বা টুথপেস্ট-ব্রাশ ব্যবহার করলে তাতে দ্বিতীয় সুন্নত আদায় হলো না। এগুলো মিসওয়াকের আওতায় পড়ে না।  ফিকহুস সুন্নাহ গ্রন্থের প্রথম খণ্ডের ৪৫ পৃষ্ঠায় আছে,

আল্লামা শায়খ সায়্যিদ সাবেক (রহ.) বলেন, দ্বিতীয় প্রকার সুন্নত আদায়ে শর্ত হলো মিসওয়াক হতে হবে অবশ্যই গাছের এবং প্রিয় রাসুল মুহাম্মদ (সা.) যে আকার ও ধাঁচের ব্যবহার করেছিলেন, ঠিক সেই ধরনের হতে হবে।সূত্র : শরহু মাহজিব, খণ্ড ১, পৃষ্ঠা ২৮১।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

মিসওয়াকের মুস্তাহাব হল, কনিষ্ঠ আঙ্গুলির সমপরিমাণ পৌঢ় হওয়া এবং এক বিগত পরিমাণ দৈর্ঘ হওয়া।তবে বর্ণিত এ পরিমাণ  মিসওয়াকের জন্য ওয়াজিব বা জরুরী নয়।সুতরাং  দৈর্ঘ্য বা পৌঢ় হিসেবে কমবেশ হয়, তাহলে সেটা দ্বারাও মিসওয়াক করা যাবে এবং মিসওয়াক করার সুন্নত আদায় হবে।এমনকি কেউ যদি নিজ অঙ্গুলি দ্বারাও মিসওয়াক করে নেয়,তাহলেও তখন মিসওয়াকের সুন্নত আদায় হয়ে যাবে। (বিস্তারিত দরসে তিরমিযি, মুফতী তাকী উসমানি দাঃবাঃ)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...