ওয়া আলাইকুমুস-সালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
بسم الله الرحمن الرحيم
জবাব,
https://ifatwa.info/33763/
নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে,
https://www.ifatwa.info/7696 নং ফাতাওয়ায় বলেছি যে, মিসওয়াক করা সুন্নত। পাঁচ
সময়ে মিসওয়াক করা সুন্নত। (১)ঘুমানোর পূর্বে(২)ঘুম থেকে উঠে(৩)অজুর সময়(৪)নামাযের পূর্বে
(৫)খাওয়ার পরে।
হাদীস এসেছে....
عن ধﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ
ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻗﺎﻟﺖ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : " ﺍﻟﺴﻮﺍﻙ ﻣﻄﻬﺮﺓ ﻟﻠﻔﻢ ، ﻣﺮﺿﺎﺓ
ﻟﻠﺮﺏ " ﻋﻠﻘﻪ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ﻓﻲ ﺻﺤﻴﺤﻪ ( 2/274 ) ﻭﻭﺻﻠﻪ ﺃﺣﻤﺪ ( 6/47 ) ﻭﺍﻟﻨﺴﺎﺋﻲ ( 1/50
) ﻭﺇﺳﻨﺎﺩﻩ ﺻﺤﻴﺢ ( ﺍﻹﺭﻭﺍﺀ 1/105
তরজমাঃ-হযরত
আয়েশা রাঃ থেকে বর্ণিতঃ-
নবী কারীম
সাঃ বলেনঃ- মুখ পবিত্র রাখা ও প্রভুর সন্তুষ্টি লাভের উপকরণ হচ্ছে মিসওয়াক।
মিসওয়াক করা
সুন্নাত।অত্র হাদীস দ্বারা বুঝা যায় মিসওয়াকের দু'টি দিক রয়েছে "প্রথমত " মুখের ভেতর দাঁতগুলো পরিষ্কার
ও ময়লামুক্ত করা। "দ্বিতীয়ত" হাদীসে বর্ণিত মিসওয়াকের উপকরণ। অর্থাৎ দাঁত পরিষ্কার করার কাজে
ব্যবহৃত গাছের ডাল। টুথপেস্ট, ব্রাশ ও মাজনের মাধ্যমে মিসওয়াকের
প্রথম সুন্নত আদায় হবে। হজরত ইমাম নববি (রহ.) বলেন,
وَيُسْتَحَبُّ
أَنْ يَسْتَاكَ بِعُودٍ من أراك وبأى شئ اسْتَاكَ مِمَّا يُزِيلُ التَّغَيُّرَ
حَصَلَ السِّوَاكُ كَالْخِرْقَة)شرح مسلم للنووي،ج٣ِ:ص١٤٣(
দুর্গন্ধ এবং
দাঁতের হলদে আবরণ দূর করার কাজে যেকোনো উপকরণ, এমনকি কাপড়ের টুকরো ব্যবহার করলেও একটি সুন্নত আদায় হবে। এ ক্ষেত্রে
শুধু দাঁতের আঙুল ব্যবহার করলে বা টুথপেস্ট-ব্রাশ ব্যবহার করলে তাতে দ্বিতীয় সুন্নত
আদায় হলো না। এগুলো মিসওয়াকের আওতায় পড়ে না।
ফিকহুস সুন্নাহ গ্রন্থের প্রথম খণ্ডের ৪৫ পৃষ্ঠায় আছে,
আল্লামা শায়খ
সায়্যিদ সাবেক (রহ.) বলেন, দ্বিতীয়
প্রকার সুন্নত আদায়ে শর্ত হলো মিসওয়াক হতে হবে অবশ্যই গাছের এবং প্রিয় রাসুল মুহাম্মদ
(সা.) যে আকার ও ধাঁচের ব্যবহার করেছিলেন, ঠিক সেই ধরনের হতে
হবে।সূত্র : শরহু মাহজিব, খণ্ড ১, পৃষ্ঠা
২৮১।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী
ভাই/বোন!
মিসওয়াকের
মুস্তাহাব হল, কনিষ্ঠ
আঙ্গুলির সমপরিমাণ পৌঢ় হওয়া এবং এক বিগত পরিমাণ দৈর্ঘ হওয়া।তবে বর্ণিত এ পরিমাণ মিসওয়াকের জন্য ওয়াজিব বা জরুরী নয়।সুতরাং দৈর্ঘ্য বা পৌঢ় হিসেবে কমবেশ হয়, তাহলে সেটা দ্বারাও মিসওয়াক করা যাবে এবং মিসওয়াক করার সুন্নত আদায় হবে।এমনকি
কেউ যদি নিজ অঙ্গুলি দ্বারাও মিসওয়াক করে নেয়,তাহলেও তখন মিসওয়াকের
সুন্নত আদায় হয়ে যাবে। (বিস্তারিত দরসে তিরমিযি, মুফতী তাকী উসমানি
দাঃবাঃ)