ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) নামাজে হঠাৎপিরিয়ডের সন্দেহ আসার কারলে নামাযকে ভঙ্গ করা যাবে না। যখন পিরিয়ডের প্রবল ধারণা হবে, তখন নামাযকে ভঙ্গ করে দিয়ে চেক করতে দেখতে হবে। সুতরাং যখন সন্দেহ আসার পরও নামাজ পড়ে ফেলার কারণে আপনার কোনো গুনাহ হবে না।
إذا حاضت في الوقت أو نفست سقط فرضہ بقي من الوقت ما یمکن أن تصلي فیہ أو لا ھکذا في الذخیرة (الفتاوی الھندیة، کتاب الطھارة، الباب السادس في الدماء المختصة بالنساء، الفصل الرابع في أحکام الحیض والنفاس والاستحاضة، ۱: ۳۸، ط: المطبعة الکبری الأمیریة، بولاق، مصر) ۔
(২) ১ভরি ৮ আনা ২১ ক্যারেটের স্বর্ণ এবং দু ভরি রুপা বিক্রয় মূল্যর ২.৫ পার্সেন্ট এবং ৪ লাখ টাকার ২.৫% যাকাত দিতে হবে।
(৩) লক্ষীর ভান্ডার নামে যেহেতু সরকার সবাইকে এই সুযোগ দিচ্ছে, তাই এটা গ্রহণ করা নাজায়েয হবে না।