একবার দয়া করে হলেও পুরা প্রশ্নটা পড়ে আমাকে শেষ বার উত্তর গুলা দিয়েন। আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই আমাকে সমাধান দিবেন।
আমি ocd চিকিৎসা নিচ্ছি আমার মেডিসিন চলছে। তাই শুধু ওয়াস ওয়াসা ভেবে এড়িয়ে যাবেন নাহ উত্তর গুলা অবশ্যই দিয়েন। বাধ্য হয়ে অন্য আইডি থেকে আবার ও প্রশ্নটা করতে হচ্ছে মাফ করবেন।
হুজুর আমি নতুন জীবন শুরু করব ( কিছু দিন পরে বিয়ে) তাই এত চিন্তা।সমাধান দিয়েন হুজুররা।
https://ifatwa.info/100938/ আগের প্রশ্ন টা দেখে নিবেন হুজুর।
হুজুর আগের প্রশ্নেউল্লিখিত যদি সত্যি এমন কিছু হইয়ে থাকে কিন্তু আমি ওয়াস ওয়াসা ভেবে তা পরিত্যাগ করি আল্লাহ কি আমাকে মাফ করবেন। কারন আমার উদ্দেশ্য নিয়ত আল্লাহ ভাল জানে আমার প্রবল ধারনা সবটাই আমি আপনাকে বলসি কিন্তু সয়তান আমাকে আমার উদ্দেশ্যর মদ্ধে এমন চিন্তা দিচ্ছে। ভাবি যদি সত্যি এমন হইয়ে থাকে আল্লাহ কি আমাকে মাফ করবেন। শেষ উত্তর টা দিয়েন মুফতি সাহেব। আমি ওয়াস ওয়াসা ভেবে যদি এই কথা গুলা ভুলে জাই ও পরিত্যাগ করি আল্লাহ কি মাফ করবেন আমাকে পাকড়াও তো করবেন নাহ। সয়তান আমার মনে সন্দেহ দিচ্ছে যে আমি আমার হবু বউকে উদ্দেশ্য করে এই কথা গুলা বলসি হুজুর আমাকে সয়তান আমার নিয়ত ও উদ্দেশ্য নিয়ে অনেক সন্দেহ ফেলে দিচ্ছে আমাকে এইটার সঠিক একটা উত্তর দিয়েন। আপ্নেদের উত্তর পাওয়ার পর আল্লাহর কাছে কত সুক্রিয়া করসি এখনও করি। কিন্তু আমি জানি আমি serious লেভেল এর ওয়াস ওয়াসা রোগি হইয়া গেসি যখন ডাক্তার এর কাছে গেসি ভয়ে আমি তালাক বিষয় কথাগুলাও ডাক্তার কে বলিনাই। হুজুর আপনাদের সমাধান অনুযায়ী আমি এখন চললে আল্লাহ আমাকে পাকড়াও তো করবেন না এবং আমি যেহেতু প্রবল ধারনা আছে আমার উদ্দেশ নিয়ে তাও আল্লাহ মাফ করুক যদি সত্যি এমন হইয়ে থাকে আর আমি ওয়াস ওয়াসা ভেবে পরিত্যাগ করি আর আপনাদের সমাধান হিসাবে চলি আমি তো গুনাহগার হব নাহ কারন আমার মনে কক্ষনো আমার জার সাথে বিবাহ হবে তাকে উদ্দেশ্য করে এমন চিন্তা ছিল নাহ।
বি,দ্র::
১. আমার কথা গুলা বলার উদ্দেশ্য আমার নিজেকে বুজানোর জন্য ছিল।
আর নাহলে,,
২. যখন আমি অনিচ্ছাই/ অজান্তেই কোন sound ছাড়া অই কথা টা বলি যেইটা আমার মনের মধ্যে ছিল আমার প্রবল ধারনা কোন sound হইনাই তো তার পরে যখন কথা গুলা বলি হয়ত তখন আমি শয়তানের ওয়াস ওয়াসাই পড়ে চিন্তাই কথা গুলা উচ্চারন করসি হুজুর।
কিন্তু হুজুর এখনও আমি বলব যার সাথে কিছু দিন পরে আমার বিবাহ হবে তাকে উদ্দেশ্য করে বা তার দিকে ইশারা করে এইগুলা বলিনাই আশা করি বুজসেন আমাকে উত্তর গুলা দিয়েন হুজুর পায়ে দরি।
(আর আমি ""তোমাকে"" কথাটা বলসি । কিন্তু যার সাথে বিবাহ হবে কিছু দিন পরে তাকে উদ্দেশ্য করে বা তার নাম নিয়ে এই "তোমাকে কথাটা" বলিনাই। আগের প্রশ্ন দেখলে বুজবেন কি ভাবে কি বলসি) মানে আমার যার সাথে বিবাহ হবে তাকে উদ্দেশ্য করে তোমাকে কথাটা বলিনাই।
কিন্তু হুজুর এখনও আমি বলব আমি যার সাথে কিছু দিন পরে আমার বিবাহ হবে তাকে উদ্দেশ্য করে বা তার দিকে ইশারা করে এইগুলা বলিনাই আশা করি বুজসেন আমাকে উত্তর গুলা দিয়েন হুজুর পায়ে দরি।
প্রশ্ন:::
১.আমি আপনাদের সমাধান হিসাবে চললে আল্লাহ পাকড়াও তো করবেন নাহ??কারন আপ্নারা তো প্রমান সহ উত্তর দেন দেখি তাই।
২.আর আমি বি:দ্র এর মধ্যে যা বর্ণনা দিসি ওই বর্ণনা অনুযায়ী এখন আমার যার সাথে কিছু দিন পরে বিয়ে হবে তাকে বিবাহ তো করতে পারব?? সব বলে দিলাম সমাধান দিয়েন।
৩. আমার উদ্দেশের মধ্যে সন্দেহ দিয়ে দিচ্ছে শয়তানে আল্লাহ মাফ করুক যদি আমি ওয়াস ওয়াসা ভেবে এইগুলা বাদ দিয়ে দি আল্লাহ শাস্তি তো দিবেন নাহ??
আমার শেষ উত্তর গুলা দিয়েন কষ্ট করে অনুরোধ রইল।