জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অকারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপনীয় বিষয় নিয়ে গুপ্তচরের ভূমিকা পালন করা গুনাহ। অনুমতি ছাড়া কারো কথা শোনা এবং তথ্য ফাঁস করা এবং কারো বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা জায়েজ নেই।
হজরত আলি (রা.) বর্ণনা করেন, ব্যতিব্যস্ত হয়ো না এবং কারো গোপন তথ্য ফাঁস করো না। কেননা তোমাদের পেছনে রয়েছে কেয়ামতের) ভীষণ কষ্টদায়ক এবং দীর্ঘস্থায়ী বিপদসমূহ’ (আদাবুল মুফরাদ)। ইবনে আব্বাস (রা.) বলেন, যখন তোমার সঙ্গীর দোষ চর্চা করতে ইচ্ছা করে, তখন তোমার নিজের দোষ স্মরণ করো।’ (আদাবুল মুফরাদ)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি বলেন, ‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথা গুপ্তভাবে শুনল; অথচ সে তাদের কথাগুলো শুনুক তারা তা পছন্দ করছে না অথবা তারা তার অবস্থান টের পেয়ে তার থেকে দূরে পালিয়ে যাচ্ছে, কিয়ামতের দিন এ জন্য তার কানে সিসা ঢেলে দেওয়া হবে।’ (বুখারি, হাদিস : ৭০৪২)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
টেলিগ্রাম এপ ফোনে ইন্সটল করার পর এপটি মোবাইলে যত কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে, সেগুলো দেখার অনুমতি চায়,এক্ষেত্রে সেভ করা কন্ট্যাক্ট নাম্বার টেলিগ্রাম দেখতে পেলে শুধু এতটুকুই তথ্য পাবে যে, আপনার সাথে ঐ ব্যক্তির কোন সম্পর্ক আছে কিনা,তারও টেলিগ্রাম আছে কিনা।
ইহা ছাড়া তারা মূলত অন্য কোনো কাজ করবেনা। কোনোদিন সেই নাম্বার গুলোতে তারা ফোনও দিবেনা,কোনো কিছু তালাশ হয়রানি কিছুই করবেনা।
সুতরাং কন্ট্যাক্ট নাম্বার দেখতে দেয়াতে সমস্যা নেই। কাহারো অনুমতি নিতে হবেনা।
তদুপরি কেহ যদি আপনাকে বলে যে এইভাবেও তার নাম্বার কাউকে দেখতে দেয়া যাবেনা,সেক্ষেত্রে প্রয়োজনে তার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এর লিস্ট থেকে ডিলিট করে দিতে পারেন।