আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতূহ সম্মানিত উস্তায।
গতোকাল রাতে আমি আমার ভাইয়ার জন্য একটা প্রপোজাল এর ব্যাপারে ইস্তিখারা করে সাথে সাথেই ঘুমিয়ে যাই রাত ১১.৩০ এর দিকে।
স্বপ্নে দেখি আমাদের ভার্সিটিতে বড়ো কোনো অনুষ্ঠান হচ্ছে। সেখানে শতশত স্টুডেন্ট DSLR দিয়ে ছবি তুলছে।আর সাথে সাথেই সেই ছবি আমাদের ফোনে অটোমেটিক চলে আসছে।একজন আমার মোবাইল দেখে বলে তোমার মোবাইলে এতো সুন্দর ছবি উঠে? পরে বলি না,এগুলো DSLR দিয়ে তুলা ছবি।(ভার্সিটির যে জায়গায় এ অনুষ্ঠান হচ্ছিল সে জায়গাটা আমাদের গ্রামের একটা স্কুলের সাথে মিল রয়েছে,ভার্সিটির সাথে মিল নেই)
এরপর আমরা ৩ জন ক্লাসমেট মিলে কোথাও একটা যাই।সেখানে ঘুরে কোনো এক আত্নীয়ের বাসায় যাই।তাদের ঘর টিনের+মাটির।সেখানেও ঘুড়তে ঘুড়তে একটা রুমে যাই সবাই,যেয়ে দেখি একজন বৃদ্ধা বাকপ্রতিবন্ধি লোকের রুম সেটা। তার খাটের সিস্টেমটা খুব সুন্দর। কয়েকটি ক্বুরআন শরীফ রাখা আছে সেখানে, দেখে আমি খুব খুশি হই। এবং সে সিস্টেমের ব্যাপারে প্রসংশা করতে ছিলাম স্বপ্নেই। তারপরও বলি খুব সুন্দর না সিস্টেমটা?আমার এক ক্লাসমেট বলে হ্যা সুন্দর,তারপর একটা ছবি তুলে রাখি।
পরক্ষণেই দেখতে পেলাম দেয়ালে একটা লিফলেট সেখানে লিখা, 'ডাকাত আসলে টিনের উপর হাত দিয়ে জোড়ে জোড়ে আঘাত করবেন'।মূলত এর পরেই জানতে পেরেছি সেখানে একজন প্রতিবন্ধী বৃদ্ধা লোক থাকে।স্বপ্নে তখন মনে হয়েছিল এ বাড়ি নিরাপদ নয়।এখানে আর বেশিক্ষণ থাকা আমাদের জন্য ঠিক হবে না।
তারপর আমরা চলে আসি আমাদের বাসায়,বাসা আমাদের কিন্তু বাস্তব বাসার সাথে মিল নেই...।মা খাবার দিয়েছিলেন আমাদের যেহেতু অনেক দূর থেকে গিয়েছি সবাই খাবার নিচ্ছিল।এরমধ্যেই আবার আব্বা শান্ত মেজাজেই একজনকে বলে, 'বাবা!তোমার আব্বা তো তোমাকে কষ্ট করে পড়ায়,দামি জামা, জুতা ব্যাগ কিনে দেয়,আর তুমি আসছো ঘুরতে পড়াশুনা রেখে!'এরকমই কিছু বলতেছিল,মূল কথা এরকম ছিল, কষ্টকরে এতকিছু করে আর তুমি সেগুলো উড়াচ্ছো?।কথাগুলো শুনে উক্ত ব্যক্তি খুব অপমানবোধ করে।এইদিকে দূরে দাড়িয়ে আমিই কাদতে শুরু করে দেই(যদিও কেও দেখেনি),,,কিন্তু কিছু বলতে পারছিলাম না(বাস্তবেও এরকমই কেও আমাকে বা আমার আশেপাশের কাওকে কিছু বললে আমার কান্না শুরু হয়ে যায়)।এরমধ্যেই দেখি আরও ২-৩ জন ক্লাসমেটস আসছে ওদের একজন আবার দূরে টিউবওয়েল এর কাছে দাড়িয়ে বলতেছিল আংকেল ওর ব্যাপার ওই বুঝবে.....
পরে আমরা সবাই চলে আসি,মা আগায় দিতে নিয়েছিল।পথিমধ্যে আমার ক্লাসমেটস বসে বসে কিছু একটা খাচ্ছে বা করছে আর আমি পিছনে দাড়িয়ে।এখানেও মা ওকে হাসতে হাসতে অপমান সূচক কথা বলে,,,এখানে দেখি সে (ক্লাসমেট) কিছু একটা বলতে শুরু করেছিল),, আমিও মা কে বলি, বলার মতো আর কিছু খুজে পাননা? এমন কথা বলতে হবে কেন,,,!!এমনটা বলেই কান্না শুরু করি(কেও কান্না দেখেনি) এই ভেবে যে,ওকে কেনো অপমান করবে?(বাস্তবে আমি ফ্রী মিক্সিং সর্বদা এরিয়ে চলি, সেখানে এরকম একসাথে কোথাও যাওয়া ত দূরের কথা)
এরপরই ঘুম ভেঙে যায়।উঠে দেখি ৪.৫১ বাজে।
এক্ষেত্রে আমরা ইস্তিখারা পজিটিভ ভাববো নাকি নেগেটিভ ভাববো?(বাস্তবে কারোরই মন পুরোপুরি পজিটিভ না সে মেয়ের ব্যাপারে)