আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্,
আমি একজন মেয়ে, বয়স ২৫। আমার বাবা মৃত, ঘরে উপার্জনক্ষম বড় ভাই নেই। আমার বাবার পেনশনের অর্থে আমাদের ভরনপোষণ চলে। আমাদের জীবিকার কিছু অংশ আসে সঞ্চয়পত্রের সুদ থেকে, আমি মনেপ্রাণে সুদ ঘৃণা করি। আমি টিউশন করাই, তাতে অল্প কিছু অর্থ আসে, যা এই সুদ পুরোপুরি পরিত্যাগ করার জন্য যথেষ্ট নয়। চাকরির মনমানসিকতা নেই, আমার আম্মারও বয়স হয়েছে, ভাইটা ছোট। সুদের কথা ভাবলেই আমার জগৎটা অন্ধকার হয়ে আসে, হালাল উপার্জনের চিন্তায় মাথা জমাট বেঁধে যায়৷ আমি মন থেকে আল্লাহর কাছে অনেক দুয়া করি, অনেক দুয়া আল্লাহ কবুলও করেছেন। কিন্তু যখনই সুদের কথা মনে পড়ে, আমার কাবা ঘরের ধূলিধূসরিত সেই মুসাফিরের কথা মনে পড়ে। যার খাদ্য হারাম, পানীয় হারাম, আল্লাহ হারাম কোনো কিছু থেকে গ্রহন করেন না। তখন খুবই কষ্ট হয়, নিজের অপারগতার কথা মনে পড়ে। আমি সাধ্যমতো ইবাদাত করি, পর্দা করি, দুয়া করি, নন মাহরামের সাথে মিশি না। অর্থাৎ আমার পক্ষে যা যা করা সম্ভব আমি চেষ্টা করি। কিন্তু এই একটা জায়গায় আমি আটকে যাই, চোখে পানি চলে আসে যে, আমার চোখের পানিও কি তাহলে অপবিত্র, যা আল্লাহ গ্রহণ করবেন না? কারণ আমার খাদ্যে কিছুটা হলেও হারাম মিশেছে।
আমার করনীয় কী? আল্লাহ কি আমাকে এই অপারগতার জন্য ক্ষমা করবেন?