আসসালামুয়ালাইকুম,
কোম্পানির চেয়ার টেবিল ব্যবহার করা নিয়ে জানতে চাইছিলাম, আমি এক কোম্পানির চাকরি করতাম। চাকরি করা অবস্থায় চেয়ার টেবিল পেয়েছিলাম, ব্যবহার ও করেছিলাম।এক সময় চাকরি ছেড়ে দেই , এবং বলি যে এগুলো ফেরত নেওয়ার জন্য কিন্তু আমার উপরের কর্মকর্তা আমাকে বলেন যে রেখে দেন আপনার কাছে।ফেরত নেয়নি কোম্পানির কর্তৃপক্ষ।
এমতাবস্থায় আমার করনীয় কি,এই আসবাবপত্র গুলো কি করবো বুঝতে পারছি না।
কোম্পানির সাইনবোর্ড ও আছে , খুলে রেখেছি।এখন এই অবশিষ্ট মাল সামানা গুলো কি করবো জানাবেন প্লিজ।