আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
আমি স্বপ্নে দেখেছি,,, বিয়ের জন্য আমাকে দেখতে আসবে। স্বপ্নই আমি বলতেছি, আমাকে শুধু ছেলে দেখবে। আমি একটু ভয়ে ছিলাম ছেলে হয়তো বেদ্বীন হবে বিয়ের প্রতি আমার তেমন মত ছিলনা। তারপর দেখি, কে যেনো বলছে,, পাত্র এসেছে। পাত্র আমাকে দেখেনি মানে দেখাদেখি হয়নি কিন্তু আমি দূর থেকে পাত্রকে দেখেছি মুখে দাড়ি ছিল দেখতেও ভালোই ভদ্র টাইপেরই লাগলো। একটু পরই দেখলাম আমার বিয়ের আয়োজন হচ্ছে আমি লাল খুব সুন্দর একটা লেহেঙ্গা পড়েছি। একদম বউয়ের মতন সেজেছি। অনেক আত্মীয়রাও এসেছে। আমি স্বপ্নেই মনে মনে বলছি,,উনি আমাকে না দেখেই বিয়ে করছে একবার হলেও দেখা উচিত ছিল। আল্লাহ যেখানে কল্যান রেখেছে সেটা দিয়েছেন। একটু পর আমি গাড়িতে উঠবো, আমার নিকাবটা খুঁজতেছি। কোনো একজন মেয়ে কালো খুব সুন্দর একটা লেঙ্গেগা শাড়ি পড়েছে আমার বিয়ের উপলক্ষ্যে, সে দৌড়ে আমার বাড়ি থেকে নিকাবটা নিয়ে আসছে। নিকাব আমার হাতেই মুখে এখনো পড়িনি। স্বপ্নেই আমি চিন্তা করতেছি গাড়িতে উঠলে আমার পর্দা নষ্ট হবে নাকি। কাউকে যেনো বলছি,,আমি এই গাড়িতে উঠবো না।
আরো কি কি দেখলাম মনে নেই।
এই স্বপ্নের ব্যাখ্যা কি?