আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
86 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)

দয়া করে লিখিত ফতোয়া দিবেন

১ম বিষয়: স্বামী রকিবুল  হাসানের সাথে স্ত্রী মারিহা  আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়।বিয়ের পর স্ত্র্রী বুঝতে পারে তার স্বামী শারীরিকভাবে অক্ষম ।অক্ষমতার মধ্যে্ও পরিবারে তাদের একটি ছেলে ও একটি মেয়ে হয়। স্বামীর আর্খিক অবস্থা চলার মত ছিল।।কিন্তু স্বামী নেশাগ্রস্থ ও পরকিয়া লিপ্ত হ্ওয়ায় স্ত্রীকে মারধর করতো খারাপ ব্যবহার করতো ,তার পরিবারের কাছে কয়েক বার জানানো হলেও কোন সমাধান পা্ওয়া যায়নি। এভাবে ১৫ বছর সংসার চলতে খাকে ।এক পর্যায়ে  তার ফোনে পরকিয়ার অন্তরঙ্গ ছবি দেখতে পেয়ে স্ত্রী তার খেকে আলাদা হয়ে যায় । পারিবারিক ভাবে বসিয়ে বিষয়টি সমাধান করতে চাইলে স্ত্রী  তার সাথে সংসার করতে আর রাজি হয়নি।স্ত্রী তার থেকে তালাক চেয়েছিল কিন্তু সে তালাক দিতে রাজি হয়নি তবে স্ত্রী পক্ষের একজনকে তার স্বামী বলেছে সে তালাক দিলে দিয়ে দিক সে তালাকনামায় সাইন করে দিবে ,এবং সে তার ভাবিকে বলেছিল তালাক দেয়না কেন?কিন্ত সে সরাসরি স্ত্রীকে তালাক দিয়ে দা্ও এমন কথা বলেনি।একদিন তার ছেলেকে মেরে ঘর থেকে বের করে দেয় এবং তার স্ত্রীকে বলে ছেলেকে ঘরে আনলে বিনা কথায় তালাক হয়ে যাবে সেদিন স্ত্রী ছেলেকে ঘরে নিয়ে আসে । এভাবে স্বামী স্ত্রী ২১ মাস বিচ্ছিন্ন খাকার পর স্ত্রী কা্জী অফিস গিয়ে নিজের উপর তালাক নিয়ে নেয় ।তালাকনামা পাঠিয়ে দেয় কিন্তু স্বামী পক্ষের লোক সেটা গ্রহন করেনি ।সে তালাকনামা পায়নি সাইন করেনি ‍।সে প্রচার করছে তালাক দিতে বলেনি,তালাকের অনুমতি্ও দেয়নি ।সে আবার তার স্ত্রীকে সংসারে ফেরত নিতে চায়।

প্রশ্ন ১: স্ত্রীর তালাক দেয়া শরীয়ত সম্মত হয়েছে?অথবা স্বামীর কোন কথার মাধ্যমে সে  কি আগেই তালাক হয়ে গেছে?

২য় বিষয়: ২১ মাস স্বামী স্ত্রী আলাদা থাকার পর যেদিন স্ত্রী কাজীর মাধ্যমে তালাক নেয় সেই দিনই স্ত্রী তার মা বাবাকে না জানিয়ে  ছেলের পক্ষের কাউকে না জানিয়ে শূধু তার একজন বোন ও বোন জামাই্ ও আরেকজন চাচাতো বোন জামাইকে জানিয়ে ৩জন পুরুষের স্বাক্ষীতে কাজী অফিসে অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ।

প্রশ্ন ২:এমতবস্থায় ইদ্দত পালন ছাড়া ২য় বিয়ে বৈধ হয়েছে?

৩য় বিষয়: ২য় স্বামীর কাছে সংসার করা অবস্থায় স্ত্রী তার ছেলে মেয়ের  জন্য কান্নাকাটি করতো।এবং ১ম স্বামী তাকে নিতে চায় ‍এ বিষয় ২য় স্বামীকে জানায় ।২য় স্বামী তার কান্নাকাটি ও যাওয়ার আগ্রহ দেখে বলেছে তুমি যেতে চাইলে আমায় তালাক দিয়ে যেতে পার এই অনুমতি দিলাম ।এথন স্ত্রী ২য় বিয়ের বিষয় গোপন রাখতে চায় কারন ২য় বিয়ে হয়েছে শুনলে ১ম স্বামী মেনে নিবে না তাই গোপন রেখে ১ম স্বামীর সাথে সংসার করতে চায় ।

প্রশ্ন ৩: এই সত্য গোপন রেখে ১ম স্বামীর সাথে সংসার করা জায়েজ হবে কিনা?

1 Answer

0 votes
by (590,550 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(প্রথম বিষয়)
প্রশ্নের বিবরণে লিখা হয়েছে,
"ছেলেকে ঘরে আনলে বিনা কথায় তালাক হয়ে যাবে সেদিন স্ত্রী ছেলেকে ঘরে নিয়ে আসে"

স্বামী যদি বাস্তবেই এরকম কথা বলে থাকে, তাহলে তালাক হয়ে যাবে। উক্ত ঘটনার পর যদি স্বামী স্ত্রী আর কথাবার্তা বা সাংসারিক জীবন অতিবাহিত না করে, তাহলে ইদ্দত তথা তিনমাস পর ঐ এক তালাকে রেজয়ী টা ১ তালাকে বায়িন হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে।

স্বামী স্বজ্ঞানে জেনে বুঝে স্ত্রীকে তালাকের অধিকার না দিলে স্ত্রী কখনো তালাকের অধিকার পাবে না। স্ত্রী নিজের উপর তালাক নিতে পারবে না।

(দ্বিতীয় বিষয়)
যদি স্বামী কর্তৃক শর্তযুক্ত তালাক হওয়ার তিন মাস পর ঐ বিয়ে কাজী অফিসে হয়ে থাকে, তাহলে বিয়ে বিশুদ্ধ হয়েছে। দ্বিতীয় বিয়েকে গোপন রেখে প্রথম স্বামীর সাথে সংসার করা কখনো জায়েয হবে না।

(তৃতীয় বিষয়)
এই সত্য গোপন রেখে ১ম স্বামীর সাথে সংসার করা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...