দয়া করে লিখিত ফতোয়া দিবেন
১ম বিষয়: স্বামী রকিবুল হাসানের সাথে স্ত্রী মারিহা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়।বিয়ের পর স্ত্র্রী বুঝতে পারে তার স্বামী শারীরিকভাবে অক্ষম ।অক্ষমতার মধ্যে্ও পরিবারে তাদের একটি ছেলে ও একটি মেয়ে হয়। স্বামীর আর্খিক অবস্থা চলার মত ছিল।।কিন্তু স্বামী নেশাগ্রস্থ ও পরকিয়া লিপ্ত হ্ওয়ায় স্ত্রীকে মারধর করতো খারাপ ব্যবহার করতো ,তার পরিবারের কাছে কয়েক বার জানানো হলেও কোন সমাধান পা্ওয়া যায়নি। এভাবে ১৫ বছর সংসার চলতে খাকে ।এক পর্যায়ে তার ফোনে পরকিয়ার অন্তরঙ্গ ছবি দেখতে পেয়ে স্ত্রী তার খেকে আলাদা হয়ে যায় । পারিবারিক ভাবে বসিয়ে বিষয়টি সমাধান করতে চাইলে স্ত্রী তার সাথে সংসার করতে আর রাজি হয়নি।স্ত্রী তার থেকে তালাক চেয়েছিল কিন্তু সে তালাক দিতে রাজি হয়নি তবে স্ত্রী পক্ষের একজনকে তার স্বামী বলেছে সে তালাক দিলে দিয়ে দিক সে তালাকনামায় সাইন করে দিবে ,এবং সে তার ভাবিকে বলেছিল তালাক দেয়না কেন?কিন্ত সে সরাসরি স্ত্রীকে তালাক দিয়ে দা্ও এমন কথা বলেনি।একদিন তার ছেলেকে মেরে ঘর থেকে বের করে দেয় এবং তার স্ত্রীকে বলে ছেলেকে ঘরে আনলে বিনা কথায় তালাক হয়ে যাবে সেদিন স্ত্রী ছেলেকে ঘরে নিয়ে আসে । এভাবে স্বামী স্ত্রী ২১ মাস বিচ্ছিন্ন খাকার পর স্ত্রী কা্জী অফিস গিয়ে নিজের উপর তালাক নিয়ে নেয় ।তালাকনামা পাঠিয়ে দেয় কিন্তু স্বামী পক্ষের লোক সেটা গ্রহন করেনি ।সে তালাকনামা পায়নি সাইন করেনি ।সে প্রচার করছে তালাক দিতে বলেনি,তালাকের অনুমতি্ও দেয়নি ।সে আবার তার স্ত্রীকে সংসারে ফেরত নিতে চায়।
প্রশ্ন ১: স্ত্রীর তালাক দেয়া শরীয়ত সম্মত হয়েছে?অথবা স্বামীর কোন কথার মাধ্যমে সে কি আগেই তালাক হয়ে গেছে?
২য় বিষয়: ২১ মাস স্বামী স্ত্রী আলাদা থাকার পর যেদিন স্ত্রী কাজীর মাধ্যমে তালাক নেয় সেই দিনই স্ত্রী তার মা বাবাকে না জানিয়ে ছেলের পক্ষের কাউকে না জানিয়ে শূধু তার একজন বোন ও বোন জামাই্ ও আরেকজন চাচাতো বোন জামাইকে জানিয়ে ৩জন পুরুষের স্বাক্ষীতে কাজী অফিসে অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ।
প্রশ্ন ২:এমতবস্থায় ইদ্দত পালন ছাড়া ২য় বিয়ে বৈধ হয়েছে?
৩য় বিষয়: ২য় স্বামীর কাছে সংসার করা অবস্থায় স্ত্রী তার ছেলে মেয়ের জন্য কান্নাকাটি করতো।এবং ১ম স্বামী তাকে নিতে চায় এ বিষয় ২য় স্বামীকে জানায় ।২য় স্বামী তার কান্নাকাটি ও যাওয়ার আগ্রহ দেখে বলেছে তুমি যেতে চাইলে আমায় তালাক দিয়ে যেতে পার এই অনুমতি দিলাম ।এথন স্ত্রী ২য় বিয়ের বিষয় গোপন রাখতে চায় কারন ২য় বিয়ে হয়েছে শুনলে ১ম স্বামী মেনে নিবে না তাই গোপন রেখে ১ম স্বামীর সাথে সংসার করতে চায় ।
প্রশ্ন ৩: এই সত্য গোপন রেখে ১ম স্বামীর সাথে সংসার করা জায়েজ হবে কিনা?