দাদা মারা গেছেন ১৯৭৩ সালে
দাদী মারা গেছেন ১৯৯৩ সালে
আমার বাবা-মায়ের বিয়ে হয়েছে ২০০৩ সালে।
৩ নং চাচা মারা গেছে ২০০৬ সালে।
আমার বাবা মারা গেছে ২০১২ সালে। আমার বাবা ছিল সবার ছোট ভাই এবং একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। বাকি সবাই ছিল বেকার। এবং দুই বোন আজীবন ঘর জামাই নিয়ে থাকতো।
২নং চাচা মারা গেছে ২০১৯ সালে।
৪নং চাচা মারা গেছে ২০২১ সালে। এই চাচার এক ছেলে এক মেয়ে আছে।
১ নং অর্থাৎ বড় চাচা মারা গেছে ২০২৪ সালে।
উল্লেখ্য যে, ১নং, ২নং এবং ৩নং চাচা বিয়ে করেননি, উনাদের কোন স্ত্রী সন্তান নেই।
আমার বাবা জাপানে ছিলেন এবং বাবার টাকাতেই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সব চাচা-ফুফিদের নামে নামে জমি কেনা হয়েছে, যার পরিমাণ আড়াই বিঘা। বাবা মনে করতেন, ভাই-বোনদের প্রাপ্য হক্ব তিনি আগেই মিটিয়ে দিয়েছেন। এছাড়াও, বাবার নামে কেনা সম্পত্তি আরও ছিল। বাবার কেনা এবং দাদার পৈতৃক সম্পত্তিসহ সব সম্পত্তি গোপন রেখে - কেবলমাত্র যেই ৩ কাঠা জমিতে আমরা অবস্থান করছি- সেই জমির উপরই চাচা এবং ফুফিরা বাটোয়ারা মামলা করেছে। এছাড়াও এই বাটোয়ারা মামলার সহযোগী হিসেবে আরও কয়েকটি মিথ্যা মামলা করা হয়েছে। ওদের উদ্দেশ্য কেবলমাত্র কিছু অংশের অংশীদারীত্ব লাভ করা নয়, বরং পুর্ণ জমি গ্রাস করা। এদিকে আমাদের শেষ সম্বল বলতে কেবলমাত্র এতোটুকুই আছে,,, এবং ইতিপূর্বে দাদার সম্পত্তিসহ বাকি সমস্ত সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। উল্লেখ্য যে, গ্রামে দাদার সম্পত্তি আছে কয়েক বিঘা যা এখনো দাদার নামেই আছে,, ভাগ বাটোয়ারা হয়নি।
১নং চাচার নামে যে জমি কেনা হয়েছিল তা আব্বুর টাকাতেই কেনা হয়েছিল। এবং আমার বাবা মৃত্যুর আগে ৭ তলা ফাউন্ডেশনে ৩ তলা পর্যন্ত বিল্ডিং সম্পন্ন করে দিয়েছেন এবং এরই মধ্যে হটাৎ মৃত্যুবরণ করায় বাকিটুকু সম্পন্ন করতে পারেননি। এখনো তারা সেই বিল্ডিং সম্পন্ন করেনি, বাবা যতটুকু করে দিয়ে গিয়েছিলেন ততটুকু অংশেই তারা সবাই বর্তমানে বসবাস করছে এবং ভাড়া পাচ্ছে। নিজের বাড়ি আগে না করে বড় ভাইকে সম্মান দেখিয়ে বড় ভাইয়ের বাড়ি আগে করে দিয়েছিল। সেজন্য, আমাদের বাড়ি এখনো জীর্ণশীর্ণ টিনসেট বাড়ি হয়ে আছে এবং সেখানেই আমরা বসবাস করছি।
আমরা আল্লাহকে ভয় করে শরীয়ত মোতাবেক ভাগ বাটোয়ারা করতে চেয়েছিলাম। কিন্তু ওদের উদ্দেশ্য অসৎ। ওরা একাধিক মামলা করে শুধু ভাগ নয় বরং সম্পুর্ণটুকু গ্রাস করতে চেয়েছে। মামলাসমুহ দিন দিন আরও বেশি জটিল হচ্ছে। এবং এ থেকে আমরা কোন মুক্তির পথ খুজে পাচ্ছি না।