ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) জামাতের অনেক আগে নাপাক রক্ত লাগার পর এখন যদি তিনবার ধৌত করে নেয়া হয়। ধৌত করার পরেও যদি না নাপাকি না যায়,তাহলে তা নাপাক হিসেবেই বিবেচিত হবে। তবে যদি নাপাকির দূর হয়ে যায়, কিন্তু নাপাকির আছর থাকে, তাহলে তাতে কোনো সমস্যা হবে না।
(২)যদি কোনো কোচিংয়ে সময় সল্পতার জন্য যোহরের ১ম ৪ রাকাত পড়ে পরবর্তীতে বাসায় এসে পরবর্তী ৮রাকাত পড়া হয়, তাহলেও হবে।
(৩)যদি সাহু সিজদা ৩টি দেওয়া হয় সন্দেহে, তাহলেও নামাজ হবে। কেননা একই নামাযে একাধিকবার সাহু সিজদা আসে না।
(৪)বাথরুমের ফ্লোরে তরল নাপাকি থাকলে যদি মগের পানি দ্বারা উক্ত নাপাকি আরো বেশী প্রবাহিত হয়, তাহলে তা নাপাক হিসেবেই বিবেচিত হবে। পাক করার জন্য ৩ বার ধৌত করতে হবে।কেননা এটা অদৃশ্য নাজাসত।
(৫)যদি মুখ হতে খানিকটা পুজ বা খানিকটা তরল পানির মতো বের হয়,তাহলে ঐ স্থান থেকে পুজ দূর করে নিলেই হবে। ৩বার ধৌতে করতে হবে না।