আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
65 views
in সালাত(Prayer) by (1 point)
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার অফিস ছুটি হয় সন্ধ্যা ৬ টায়। ৬ টায় অফিসের গাড়িতে উঠলে বাসায় পৌছাতে ৭.৩০-৮.০০ টা বেজে যায়। অফিস থেকে বাসার দুরত্ব প্রায় ৭৫ কিমি।  এমতাবস্থায় প্রতিদিন গাড়িতে বসে মাগরিবের নামায আদায় করতে হয়। গাড়ি খালি থাকা সাপেক্ষে কিবালামুখী হয়ে নামায আদায় করা যায় অন্যথায় কিবলামুখী হওয়া সম্ভব হয় না, বসা অবস্থায় নামায আদায় করতে হয়। প্রতিদিন এভাবে নামায আদায় কি আমার জন্য জায়েজ হচ্ছে? (যদি কোনদিন গাড়িতে অমুসলিম না থাকে, সেদিন গাড়ি দাড় করিয়ে সবাই মাগরিব আদায় করি।)

1 Answer

0 votes
by (590,550 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যানবাহনে নামায আদায়ের ক্ষেত্রে তিনটি বিষয় জেনে রাখার দরকারঃ
১মঃ দাঁড়িয়ে নামায পড়া ।
২য়ঃ কিবলার দিকে মুখ রাখা ।
৩য়ঃ নিয়ম মুতাবিক রুকু-সিজদা সহ নামায পড়া । অর্থাৎ, ইশারায় রুকূ সিজদা না করা । 
যদি ট্রেন বা লঞ্চে বা বাসে উল্লেখিত তিনটির কোন একটি করা সম্ভব না হয়, তাহলে সে নামায ত্রুটিপূর্ণ অবস্থায় পড়ে নিবে । কিন্তু পরে দোহরানো জরুরী হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/573

জামাত কখন ত্যাগ করা যাবে? এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1365

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
এভাবে নিয়মিত জামাতকে পরিত্যাগ করা কখনো জায়েয হবে না। বরং আপনাদের সবাইকে গাড়ী থেকে নেমে নামায আদায় করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। যদি কর্তৃপক্ষ থেকে নেতিবাচক জবাব আসে, তাহলে অন্যত্র চাকুরী খুজতে হবে। যতদিন না মানসম্মত সমপর্যায়ের কোনো চাকুরী পাচ্ছেন, ততদিন পর্যন্ত এভাবে নামায পড়তে পারবেন।আল্লাহ ক্ষমাকারী। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...