ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যানবাহনে নামায আদায়ের ক্ষেত্রে তিনটি বিষয় জেনে রাখার দরকারঃ
১মঃ দাঁড়িয়ে নামায পড়া ।
২য়ঃ কিবলার দিকে মুখ রাখা ।
৩য়ঃ নিয়ম মুতাবিক রুকু-সিজদা সহ নামায পড়া । অর্থাৎ, ইশারায় রুকূ সিজদা না করা ।
যদি ট্রেন বা লঞ্চে বা বাসে উল্লেখিত তিনটির কোন একটি করা সম্ভব না হয়, তাহলে সে নামায ত্রুটিপূর্ণ অবস্থায় পড়ে নিবে । কিন্তু পরে দোহরানো জরুরী হবে।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
এভাবে নিয়মিত জামাতকে পরিত্যাগ করা কখনো জায়েয হবে না। বরং আপনাদের সবাইকে গাড়ী থেকে নেমে নামায আদায় করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। যদি কর্তৃপক্ষ থেকে নেতিবাচক জবাব আসে, তাহলে অন্যত্র চাকুরী খুজতে হবে। যতদিন না মানসম্মত সমপর্যায়ের কোনো চাকুরী পাচ্ছেন, ততদিন পর্যন্ত এভাবে নামায পড়তে পারবেন।আল্লাহ ক্ষমাকারী।