ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
«وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ بِالحَدِيثِ لِيُضْحِكَ بِهِ القَوْمَ فَيَكْذِبُ، وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ»
‘‘যে ব্যক্তি মানুষ হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য ধ্বংস! তার জন্য ধ্বংস! তার জন্য ধ্বংস!’’ (তিরমিযী-২৩১৫; আবূ দাউদ-৪৯৯০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1719
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) গল্প, উপন্যাস ইত্যাদিতে যেই কাল্পনিক চরিত্রগুলো নিয়ে আসা হয়, যেটার সাথে বাস্তবে কোনো মিলে নেই। এ ধরনের সাহিত্যিক বইগুলো লেখা বা পড়া কোনোটাই বৈধ হবে না।
(২) প্রথম ককথা হল, নাটক ও সিনেমা নাজায়েয ও হারাম। তাছাড়া মিথ্যা পরিচয় দিয়ে অভিনয় করাও পৃথক হারাম।
(৩) এটাও হারামের অন্তর্ভুক্ত।
(৪) লোক হাসানো'র জন্য মিথ্যা বলা হারাম।চায় দ্বীনের স্বার্থ নিয়েই মিথ্যা বলা হোক না কেন।