আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
101 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (56 points)

১/ Amr abbu onk ragi basay sob somoy osanti kre ki krle somadan হবে?

২/রাসূল (সঃ) বলেন:-

তুমি মানুষকে ক্ষতি করা থেকে দূরে থাকবে" সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জানের ছাদাকাহ

(বুখারী-২৫১৮
এখানে জানের ছাদকা মানেটা কি?

৩/মা-বাবার বিচ্ছেদের পর বাবা বাচ্চাদের খোঁজ -খবর রাখে না, এমন অবস্থায় কি মা তার নিজের ইনকাম থেকে বাচ্চার আকিকা দিতে পারবে?

৪/ আরাফার দিনে কি আকিকা করা যায়?

৫/এক বোনের প্রশ্ন, আমি একজনের কাছে টাকা পাই।তিনি আমাকে প্রায় ৭/৮ মাস ঘুরাচ্ছে।এরপরে আমি একদিন তার বাসায় গিয়ে আবার টাকার কথা বলি। উনি বলেন এখন দিতে পারবেনা পরে দিবে।এভাবে উনি সব সময়ই পরে পরে বলে অথবা কখনো ২০ বার কল দিলেও ধরেনা। তাই আমি রাগ করে তাকে বলেছি ঠিক আছে টাকা দিতে হবেনা।হাশরের ময়দানে দিয়েন আর আপনার হাসবেন্ড যে একটা বাটবার তা আমি বুঝে গেছি।এটা বলাতে ওই মহিলা মাইন্ড করেছে অনেক।এতে কি আমার পাপ হয়েছে?

৬/ আমরা তো জানি মানুষ/প্রাণীর ছবি আঁকা/ব্যবহার করা হারাম। এখন যারা বিজনেস করেন ওনারা অনেকেই বই বিক্রি করে বাচ্চাদেএ এগুলাতে মানুষের ছবি আঁকা থাকে এগুলা বিক্রি করা/কিনা কি জায়েজ হবে?

৭/ পশুর মাংস গ্রন্থি খাওয়া হারাম কিন্তু মাংসগ্রন্থি কি তা আমি বুঝতে পারছিনা।গুরদা নাকি হালাল তাহলে মাংসগ্রন্থি কোনটা?<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240703_231636_207.sdocx-->

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বাবার শান্তনার জন্য আল্লাহর কাছে দু'আ করবেন। বাবার মনমানসিকতা উল্টো কোনো কাজ করবেন না।

(২) 
আবূ যার (রাঃ) হতে বর্ণিত। 
عَنْ أَبِي ذَرٍّ قَالَ سَأَلْتُ النَّبِيَّ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ إِيمَانٌ بِاللهِ وَجِهَادٌ فِي سَبِيلِهِ قُلْتُ فَأَيُّ الرِّقَابِ أَفْضَلُ قَالَ أَعْلاَهَا ثَمَنًا وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا قُلْتُ فَإِنْ لَمْ أَفْعَلْ قَالَ تُعِينُ ضَايِعًا أَوْ تَصْنَعُ لأَخْرَقَ قَالَ فَإِنْ لَمْ أَفْعَلْ قَالَ تَدَعُ النَّاسَ مِنْ الشَّرِّ فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدَّقُ بِهَا عَلَى نَفْسِكَ -
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আমি জিজ্ঞেস করলাম, কোন্ ‘আমল উত্তম? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাঁর পথে জিহাদ করা। আমি জিজ্ঞেস করলাম, কোন্ ধরনের ক্রীতদাস মুক্ত করা উত্তম? তিনি বললেন, যে ক্রীতদাসের মূল্য অধিক এবং যে ক্রীতদাস তার মনিবের কাছে অধিক আকর্ষণীয়। আমি জিজ্ঞেস করলাম, এ যদি আমি করতে না পারি? তিনি বললেন, তাহলে কাজের লোককে (তার কাজে) সাহায্য করবে কিংবা বেকারকে কাজ দিবে। আমি (আবারও) বললাম, এও যদি না পারি? তিনি বললেন, মানুষকে তোমার অনিষ্টতা হতে মুক্ত রাখবে। বস্তুতঃ এটা তোমার নিজের জন্য তোমার পক্ষ হতে সাদাকাহ। (সহীহ বোখারী-২৫১৮)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মানুষকে কষ্ট না দেওয়ার ফযিলত ও সওয়াব বলা হচ্ছে যে, এদ্বারা একটি সদকাহর সওয়াব পাওয়া যাবে।

(৩)
মা তার নিজের ইনকাম থেকে বাচ্চার আকিকা দিতে পারবে। তবে ভরণপোষণ বাবৎ যা খরচ করবে, সেগুলো বাবার কাছ থেকে উসূল করতে পারবে। তবে নিজ পক্ষ থেকে অতিরিক্ত কিছু করলে তখন সেটা সন্তানেন বাবার কাছ থেকে উসূল করতে পারবে না।

(৪) আরাফার দিনে আকিকা করা যাবে।

(৫) ঋণদার কে যত সুযোগ দিবেন, ততই সওয়াব পাবেন। এভাবে তার স্বামী বাটপার বলাটা উচিৎ হয়নি। তার কাছে ক্ষমা চেয়ে নিবেন। এবং ভদ্রভাবে তার নিকট ঋণ খুজবেন।

(৬) এগুলাতে মানুষের আঁকা, এবং এগুলা বিক্রি করা জায়েয হবে না।

(৭) 
মাংসগ্রন্থি যাকে আরবীতে গুদ্দাহ বা গুদুদ বলা হয়।
প্রাণীর ঐ অংশকে মাংসগ্রন্থি বলা হল, যে অংশ 
রক্ত জমাট বাঁধার ধরুণ গোস্তে গিট্ট বা টিউমারের মত কোনো অংশে পরিণত হয়, যার চতুরপার্শে চর্বি সংযুক্ত থাকে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১৭/২৯৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/339


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...