ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বাবার শান্তনার জন্য আল্লাহর কাছে দু'আ করবেন। বাবার মনমানসিকতা উল্টো কোনো কাজ করবেন না।
(২)
আবূ যার (রাঃ) হতে বর্ণিত।
عَنْ أَبِي ذَرٍّ قَالَ سَأَلْتُ النَّبِيَّ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ إِيمَانٌ بِاللهِ وَجِهَادٌ فِي سَبِيلِهِ قُلْتُ فَأَيُّ الرِّقَابِ أَفْضَلُ قَالَ أَعْلاَهَا ثَمَنًا وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا قُلْتُ فَإِنْ لَمْ أَفْعَلْ قَالَ تُعِينُ ضَايِعًا أَوْ تَصْنَعُ لأَخْرَقَ قَالَ فَإِنْ لَمْ أَفْعَلْ قَالَ تَدَعُ النَّاسَ مِنْ الشَّرِّ فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدَّقُ بِهَا عَلَى نَفْسِكَ -
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আমি জিজ্ঞেস করলাম, কোন্ ‘আমল উত্তম? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাঁর পথে জিহাদ করা। আমি জিজ্ঞেস করলাম, কোন্ ধরনের ক্রীতদাস মুক্ত করা উত্তম? তিনি বললেন, যে ক্রীতদাসের মূল্য অধিক এবং যে ক্রীতদাস তার মনিবের কাছে অধিক আকর্ষণীয়। আমি জিজ্ঞেস করলাম, এ যদি আমি করতে না পারি? তিনি বললেন, তাহলে কাজের লোককে (তার কাজে) সাহায্য করবে কিংবা বেকারকে কাজ দিবে। আমি (আবারও) বললাম, এও যদি না পারি? তিনি বললেন, মানুষকে তোমার অনিষ্টতা হতে মুক্ত রাখবে। বস্তুতঃ এটা তোমার নিজের জন্য তোমার পক্ষ হতে সাদাকাহ। (সহীহ বোখারী-২৫১৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মানুষকে কষ্ট না দেওয়ার ফযিলত ও সওয়াব বলা হচ্ছে যে, এদ্বারা একটি সদকাহর সওয়াব পাওয়া যাবে।
(৩)
মা তার নিজের ইনকাম থেকে বাচ্চার আকিকা দিতে পারবে। তবে ভরণপোষণ বাবৎ যা খরচ করবে, সেগুলো বাবার কাছ থেকে উসূল করতে পারবে। তবে নিজ পক্ষ থেকে অতিরিক্ত কিছু করলে তখন সেটা সন্তানেন বাবার কাছ থেকে উসূল করতে পারবে না।
(৪) আরাফার দিনে আকিকা করা যাবে।
(৫) ঋণদার কে যত সুযোগ দিবেন, ততই সওয়াব পাবেন। এভাবে তার স্বামী বাটপার বলাটা উচিৎ হয়নি। তার কাছে ক্ষমা চেয়ে নিবেন। এবং ভদ্রভাবে তার নিকট ঋণ খুজবেন।
(৬) এগুলাতে মানুষের আঁকা, এবং এগুলা বিক্রি করা জায়েয হবে না।
(৭)
মাংসগ্রন্থি যাকে আরবীতে গুদ্দাহ বা গুদুদ বলা হয়।
প্রাণীর ঐ অংশকে মাংসগ্রন্থি বলা হল, যে অংশ
রক্ত জমাট বাঁধার ধরুণ গোস্তে গিট্ট বা টিউমারের মত কোনো অংশে পরিণত হয়, যার চতুরপার্শে চর্বি সংযুক্ত থাকে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১৭/২৯৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/339