ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পিতার উপর নাবালক ছেলে সন্তান এবং সকল বয়সের মেয়ে সন্তানদের ভরণপোষণ ওয়াজিব।
স্ত্রী তার স্বামীর মাল থেকে এবং সন্তান তার বাবার মাল থেকে ওয়াজিব হক্ব পরিমাণ সম্পদ গ্রহণ করতে পারবে। শরীয়ত কর্তৃক যা ওয়াজিব, সেটাকে সন্তান তার বাবার মাল থেকে গ্রহণ করতে পারবে।
"হযরত আয়েশা রাঃ থেকে বর্ণিত,
ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ : ﺃﻥ ﻫﻨﺪ ﺑﻨﺖ ﻋﺘﺒﺔ ﻗﺎﻟﺖ : ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ، ﺇﻥ ﺃﺑﺎ ﺳﻔﻴﺎﻥ ﺭﺟﻞ ﺷﺤﻴﺢ ﻭﻟﻴﺲ ﻳﻌﻄﻴﻨﻲ ﻣﺎ ﻳﻜﻔﻴﻨﻲ ﻭﻭﻟﺪﻱ ﺇﻻ ﻣﺎ ﺃﺧﺬﺕ ﻣﻨﻪ ﻭﻫﻮ ﻻ ﻳﻌﻠﻢ، ﻓﻘﺎﻝ : ﺧﺬﻱ ﻣﺎ ﻳﻜﻔﻴﻚ ﻭﻭﻟﺪﻙ ﺑﺎﻟﻤﻌﺮﻭﻑ .
হিনদ বিনতে উতবা রাঃ নবী কারীম সাঃ এর কাছে (নিজ স্বামীর অভিযোগ নিয়ে এসে) বললেনঃহে রাসুলুল্লাহ সাঃ আবু সুফিয়ান একজন কৃপন মানুষ, সে আমাকে ও আমার সন্তানদেরকে পর্যাপ্ত পরিমাণ ভরণ-পোষণ দেয় না,যদ্দরুন তার অজান্তে তার মাল থেকে আমি খরছ করে ফেলি, (এ বিষয়ে শরীয়তের দিকনির্দেশনা আমাদেরকে বলুন)রাসুলুল্লাহ সাঃ বললেনঃ ন্যায়সঙ্গত ভাবে তোমার ও তোমার সন্তানদের যা প্রয়োজন তা (তার অজান্তে)নিয়ে নিতে পারো(এতে কোনো অসুবিধা হবে না)।"
(সহীহ বুখারীঃ৫৩৬৪)আরও বর্ণিত আছে৫৭৮৬ নং হাদীসে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1111
"نفقة الأولاد الصغار على الأب لايشاركه فيها أحد (الهندیة1/561)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পিতা মাল থেকে নাবালক সন্তান তার প্রয়োজন পর্যন্ত নিতে পারবে। তবে সাবালক সন্তান পিতার স্পষ্ট বা মৌন সম্মতি ব্যতিত কিছুই নিতে পারবে না। এবং মায়ের মাল থেকে সকল প্রকারের সন্তান মায়ের স্পষ্ট বা মৌন সম্মতি ব্যতিত কিছুই নিতে পারবে না।
প্রশ্নের আলোকে আমরা বলবো, যেই সব খাবার খেলে মা কিছুই বলবে বলে সন্তানের ধারণা সেই সব খাবার সন্তান খেতে পারবে।