আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
147 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামু আলাইকুম হুজুর। কসমের কাফফারা বিষয়ক কিছু প্রশ্ন ছিল।

১. আমার অনেকগুলো কসম ভঙ্গ হয়েছে। সেগুলোর সংখ্যাও স্মরণে নেই। এখন কি অনুমান করে সংখ্যা নির্ধারণ করে কাফফারা আদায় করবো?

২. ১০ জন মিসকিনকে ফিতরা সমপরিমাণ মূল্য না দিয়ে একজনকে একসাথে সম্পূর্ণ টাকা দেয়া যাবে?

৩. যাকাতের হকদার পাওয়া একটু মুশকিল। এক্ষেত্রে কি করণীয় একটু জানাবেন হুজুর। ১০জন একত্রে পাওয়া তো অসম্ভব। আর একজনকে ১০দিন ধরে দেয়াও কষ্টকর যেহেতু অনেকগুলো কাফফারা আদায় করতে হবে। সমাধান জানিয়ে বাধিত করবেন।

৪. ফিতরার পরিমাণ বর্তমানে টাকায় কত হবে কমপক্ষে? প্রতিবার কি চেক করে নিতে হবে বস্তুর মূল্য বাজারে বৃদ্ধি পেল কিনা?

1 Answer

0 votes
by (606,600 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(وَأَمَّا رُكْنُ الْيَمِينِ بِاَللَّهِ) فَذِكْرُ اسْمِ اللَّهِ، أَوْ صِفَتِهِ، وَأَمَّا رُكْنُ الْيَمِينِ بِغَيْرِهِ فَذِكْرُ شَرْطٍ صَالِحٍ، وَجَزَاءٍ صَالِحٍ كَذَا فِي الْكَافِي
«الفتاوى الهندية» (2/ 51)
কসমের রুকুন হল, আল্লাহ শব্দ বা আল্লাহর কোনো সিফাত তাতে উল্লেখ থাকা। আর বিশুদ্ধ ও উপযোক্ত শর্ত এবং জাযা উপস্থিত থাকা। ( ফাতাওয়ায়ে হিন্দিয়া-২/৫১)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3101

কসমের কাফফারা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1808


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) অনুমান করে সংখ্যা নির্ধারণ করে কাফফারা আদায় করতে হবে।

(২) ১০ জন মিসকিনকে ফিতরা সমপরিমাণ মূল্য না দিয়ে একজনকে একসাথে সম্পূর্ণ টাকা দেয়া যাবে না।হ্যা, একজনকে ১০ দিনে কাফফারা দিতে হবে।

(৩)যাকাতের হকদার যদি খুজে না পান, তাহলে পাশের কোনো কওমি মাদরাসার গরীব ফান্ডে জমা দিয়ে দিবেন।

((৪)ফিতরার পরিমাণ ১কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য। হ্যা, প্রতিবার চেক করে নিতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আরেকটি বিষয় হুজুর....
যদি ১৩০টাকা ফিতরার পরিমাণ ধরি, তাহলে (১৩০×১০)=১৩০০টাকা

এটা কি একটা কসমের কাফফারা হবে হুজুর?
by (606,600 points)
জ্বী, পূরণ অংক বিশুদ্ধ হয়েছে। এমন হলে এমন হবে। তবে আমাদের জানামতে ফিতরার পরিমাণ আরো কম।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...