আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার বোন একটি স্বপ্ন দেখেছে। স্বপ্নের মানে সে বুঝতে পারছেনা। এর মিনিং কি হতে পারে জানতে চাই।
স্বপ্নটা তার ভাষাতেই তুলে ধরছি–
“আমি স্বপ্নে দেখলাম, আমি কিছু মুশরিকদের(তারা আসলে আমার পরিচিত নাকি অপরিচিত সেটা মনে নেই) সামনে একত্ববাদ বর্ণনা করছি। ওদের সামনে আমি ৩ প্রকার তাওহিদ বর্ণনা করতে নিয়েছি। তাওহিদুল উলুহিয়্যা বর্ণনা করেছি, তারপর কি একটা কারণে আর বর্ণনা করতে পারিনি।
আমার মনের মাঝে এটাই ছিল যে, ওদেরকে বুঝানো, ওদের মাথায় স্ট্রাইক করানো যে, এটাই সত্য দ্বীন।
আমি ওদেরকে তাওহিদুল উলুহিয়্যা বলার পর, ওদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি তারা কি করে! আমি ওদের বললাম ইবাদাত একমাত্র আল্লাহর জন্য। তারপর ওদেরকে ওদের কর্মকাণ্ড স্মরণ করিয়ে দিয়ে বললাম, তোমরা আজ এর, কাল ওর এরকম একেকদিন একেকজনের ইবাদাত করে থাকো, অর্থাৎ ওদের সামনে দুটো চিত্র রেখে বুঝাতে চাইলাম, ওদের এইসব কাজ কতোটা অযৌক্তিক, ভিত্তিহীন।
আমি ডাইরেক্ট ওদের বলিনি, কিন্তু একত্ববাদ বর্ণনা করার মাধ্যমে ওদের মাথায় এইটা স্ট্রাইক করাতে চাচ্ছি, ওদের মাথায় ভাবনা পুশ করতে চাচ্ছি, ওরা কি করছে!!
আমি ওদেরকে বলছি, আল্লাহই হক্ব। খুব দৃঢ়ভাবে বলছি।
আমার স্পষ্ট মনে আছে, আমার মনে এই ভাবনাটা নিয়েই ওদের এসবকিছু বলছিলাম যে " ওদেরকে বুঝানো ইসলামই সত্য দ্বীন। ওরা যা করছে তা ভুল। ওদের মাথায় এই ভাবনাটাই জাগানো যে, ওদের কাজকর্ম কতোটা অযৌক্তিক, ভিত্তিহীন'। "
এই স্বপ্নের ব্যাখা কহ হতে পারে ? কি বুঝানো হয়েছে স্বপ্নে ?