ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আপনি এ আকিদা বিশ্বাস রাখবেন যে, আপনার দুরুদ অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর নিকট পৌছানো হবে।
আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত।
عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلَامَ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: আল্লাহ তা’আলার কতক মালায়িকাহ (ফেরেশতাগণ) এমনও রয়েছেন, যারা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়, তাঁরা আমার উম্মাতের সালাম আমার কাছে পৌছিয়ে থাকেন।(সুনানে নাসাঈ -১২৮২)
(২)
যদি বিছানার উপর কোনো প্রকার দুর্গন্ধ না থাকে, তাহলে কুরআন পড়তে পারবেন।
(৩)
টাকা পয়সা নির্দিষ্ট হয় না।সুতরাং হালাল হারাম মিশ্রিত টাকা থেকে যে কোনো নোটকে হারাম হিসেবে পৃথক করা যাবে।
(৪) সর্বক্ষেত্রেই সম্মিলিত মুনাজাত জায়েয। কিছু কিছু ক্ষেত্র জরুরী মনে করা বিদ'আত। বিশেষত নামাযের পর জায়েয।জরুরী মনে করা বিদ'আত।
(৫) বায়ু নির্গত হয়েছে কি না? এটা চেক করার জন্য তিন বারের বেশি নিশ্বাস নিলে তিন তাসবিহ পরিমাণ যেহেতু দেড়ী হবে, তাই সাহু সিজদা ওয়াজিব হবে।
(৬) জ্বী, এটা সার্ভিস চার্জ।তাই জায়েয।
(৭)
ফ্যান এর আওয়াজের কারণে যদি আপনি ভালোভাবে শুনতে না পান, এজন্য যদি আপনি বলেনন, রুমে এসে বলো, শুনা যাচ্ছেনা, তাহলে গুনাহ হবে না।
(৮) আপনি বাসায় জামাতে নামায পড়ে নিবেন।গোনাহ হবে না।