আলহামদুলিল্লাহ
আমার মামাতো বোনের বয়স ৩ বছর প্রায়,ও মাঝে মাঝে একা একা বাথরুমে প্রসাব করে একা একা পানি ঢেলে বের হয়ে ঘর পারায়,ও তো আর ঠিক মত পানি ঢালতে পারে না আমি নামাজ পড়তে আসছি তখন ও এভাবে বের হইছে,আমি ভেজা পায়ে আসছি নামাজ পড়তে,আমার পা চেক করছি নাপাকী এর কোন গন্ধ ছিল না,এই পা নিয়ে কি নামাজ পড়া যাবে?আর এভাবে ঘর কি নাপাক হয়ে যাবে?
২. যদি এমন হয় বাথরুমের পানি পাড়িয়ে কেউ আসছে এবং সেই পানির পা নিয়ে পুরো ঘর পাড়িয়ে ফেলছে,পাপোশ এ সেই পা মুছেছে, সে ক্ষেত্রে টাইলসে যদি কোন নাপাকির আলামত না থাকে তাহলে কি পাক ধরতে পারবো? টাইলস আয়নার মতো সমান, বারবার ঘর মুছা অনেক কষ্টকর।
৩. আর এই ধরনের অবস্থায় প্রবল আকারে সাধারণত নাপাকি থাকে না সেই ক্ষেত্রে কি পাক জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে?
উল্লেখ্য যে আমার ওয়াসওয়াসা আছে এবং আলহামদুলিল্লাহ আমি আপনাদের ওয়াসওয়াসা রিলেটেড যে ফ্রি কোর্স আছে সেটা করে ফেলেছি তাই উত্তর দিন প্লিজ