দুঃখিত,আসলে আমি একমাসে আমি ৪ টা প্রশ্ন করে ফেলেছি,কিন্তু আমার এই বিষয় গুলো জানা জরুরি দরকার,তাই অন্য একাউন্ট থেকে প্রশ্ন করতেছি,এটা কারো হক নষ্ট হয় তাহলে উত্তর দিবেন না,আর ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
১.আমার পরিবার থেকে গ্রামে যেতে বলতেছে,গ্রামে গেলে অনিচ্ছা সত্বেও বিভিন্ন পাপে জড়াতে হবে,যেমন নন মাহরাম এর সামনে পড়া,মাহরাম ছাড়া যাতায়াত,পাত্র পক্ষের সামনেও যেতে হতে পারে,কিন্তু আব্বু আম্মু যাওয়ার জন্য জোর করতেছে যাওয়া কি উচিত হবে?
২.আলহামদুলিল্লাহ আমার ভাই এর বয়স প্রায় ১৪ বছর এর মত,কিন্ত সে এখনো একা দূরে যাতায়াত করতে পারে না,তাকে নিয়ে কি সফর করা যাবে? মানে সে কি দায়িত্ব পালন করতে পারবে?
৩.আলহামদুলিল্লাহ,আমার পিরিয়ড শেষ হওয়ার ১০ দিন পর ও সাদাস্রাব দেখা যায় না,লালচে স্রাব থাকে,তাই আমি কি ১০ দিন পূর্ণ করেই নামাজ পড়বো?
৪.আলহামদুলিল্লাহ,১৮ তারিখ এশার ওয়াক্তে পিরিয়ড হলে নামাজ কত তারিখ কোন ওয়াক্তে শুরু করতে হবে?আর আগের এশার নামাজ কি কাযা পড়তে হবে?
৫.বিভিন্ন হোমিও বা এলোপ্যাথি ওষুধে হারাম উপাদান থাকতে পারে,আমরা সেটা জানিনা,এক্ষেত্রে কি করণীয়?