اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ
এক বোন একটা শপে কাজ করে।ওখানে অনেক গুলো ইসরায়েলি পণ্য আছে। যেমন, Ponds face wash, cream,, Dove সাবান,Coca-Cola, Surf excel,,,
এমন অনেক আইটেম আছে যেগুলো না চাইতেও সেল দিতে হয় কাস্টমারের ডিমান্ড অনুযায়ী।এগুলো কি একজন স্টাফ হিসেবে সেল দেওয়া যাবে?যেহেতু ওখানে কোনো কিছু করার নেই।কোম্পানি ই সব ডিসাইড করে দেয়।
এমতাবস্থায় একজন স্টাফ হিসেবে সেগুলো সেলের ক্ষেত্রে যে সার্ভিস দিচ্ছে সেজন্য কি গোনাহগার হতে হবে???