আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
100 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (39 points)
আসসালামু আলাইকুম
আজকে আমাকে দেখতে এসেছে ঘটক,,আমার পরিবারের কারোর বুঝ নেই,,তাদের কথা বিয়ের পর পর্দা এবং একবার ঘটকে দেখানো জায়জ। নতুন হাদিস বার করেছি নানান কথা,,সকালে হঠাৎ চলে এসেছে আমার পাশে কেউ ছিলো না,,আমি আমাকে বাঁচাতে আমার ছবি দিয়েছি আমার ফোনেই দেখতে দিয়েছি,,ছবি তুলে নিতে চেয়েছিল তা না করা হয়েছে,,উনি ছবি তুলেনি।এবং আমার লম্বা দেখার জন্য নেওয়া হয়েছিল আমি মোজা,নিকাব পড়েই গিয়েছি।কিন্তু আমার অনেক খারাপ লাগছে আমি কি করব আমি বুঝতাছি না,,প্রতিদিন এইসব লেগেই থাকবে,, উনারা বুঝতেছে না কিছু,,,দ্বীন বলতে কিছুই বুঝে না টাকা,শিক্ষিত, জব ছাড়া। এখন আমি কি করবো উস্তাদ?
ছবি দিতে আমাকে বাধ্য করেছে আমি অনেক কান্না করেছি কেউ শুনে নাই,, এতে আমার অনেক গুনাহ হয়েছে ছবি দেখাইছি,,ছবি না দেখালে আমার শশরীরে দেখাতে হতো মুখ আমি কি করব?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যদি কেউ কোনো মহিলাকে বিয়ে করার পূর্ণ ইচ্ছা করে নেয়,তাহলে ঐ মহিলাকে দেখতে পারবে।কথা বলতে পারবে।
হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাযি থেকে বর্ণিত,
(إِذَا خَطَبَ أَحَدُكُمْ الْمَرْأَةَ ، فَإِنْ اسْتَطَاعَ أَنْ يَنْظُرَ إِلَى مَا يَدْعُوهُ إِلَى نِكَاحِهَا ، فَلْيَفْعَلْ)
যদি কেউ কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দিতে চায়,তাহলে সে যেন যযথাসম্ভব ঐ মহিলাকে দেখে নেয়।(সুনানু আবি দাউদ-২০৮২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/29724

বিয়ের প্রস্তাব প্রদানের পূর্বে বায়োডাটা প্রেরণ করা হবে।তবে ছবি প্রেরণ করা যাবে না।বরং পাত্র পক্ষের কোনো এক মহিলা সরাসরি পাত্রীকে দেখে আসবে।

আর প্রস্তাব দেয়ার পর যথাসম্ভব সরাসরি দেখার চেষ্টা করা হবে।কেননা যে হেকমতে পাত্রী দেখার কথা বলা হচ্ছে,সেটা একমাত্র সরাসরি দেখার মাধ্যমেই সম্ভব হবে।হ্যা কোনো কারণে(যেমন পাত্র থেকে পাত্রী অনেক দূরে অবস্থানরত)যদি পাত্র-পাত্রীকে সরাসরি দেখা সম্ভব না হয়,তাহলে ভিডিওকলের মাধ্যমে নিম্নোক্ত লিংকে বর্ণিত শর্তাদির সাথে দেখা যেতে পারে।কেননা ছবির তুলনায় ভিডিওর হুকুমে কিছুটা শীতিলতা রয়েছে।বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/2898


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যাই হোক যা হবার হয়ে গেছে। যেহেতু বিশেষ জরুরত ছিলো, এবং আপনি অনিচ্ছাসত্ত্বে ঘটককে ছবি দিয়েছেন, তাই আপনার গোনাহ হবে না। ভবিষ্যতে
আপনি ভিডিওকলে পাত্র বা পাত্রের মা বোনদের সাথে কথা বলে নিতে পারেন। ভিডিওকলে কথা বলা সম্ভব না হলে, তখন পাত্রপক্ষকে ছবি দিতে পারবেন। আল্লাহ আপনার কল্যাণ করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...