ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)খুলা তালাক হয়ে গেলে পরবর্তীতে স্বামী ২ তালাকের অধিকারী থাকবে।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3/ 418):
"(والزوج الثاني يهدم بالدخول) فلو لم يدخل لم يهدم اتفاقًا قنية (ما دون الثلاث أيضًا)."
(২) মেয়ের কুফু যদি ছেলের থেকে উচ্ছমানের হয়, তাহলে সেই মেয়ের ঐ ছেলের জন্য জায়েয হবে যদি মেয়ের অভিভাবকের অনুমতি থাকে। নতুবা জায়েয হবে না।
(৩) না চাইতেও যদি এমন কোনো মেয়ের কথা বারবার মনে হয়, যে দ্বীন সম্পর্কে সচেতন না, তাহলে এভাবে দুয়া করে যাবে " আল্লাহ আপনি ঐ মেয়েকে হিদায়েত দেন। এবং যদি আমার জন্য কল্যাঙ্কর হয় তাহলে আমার সাথে বিয়ে দিন। "