১ শায়খ আমার প্রশ্ন হলো আমার একজন জমজ ভাই আছে। আসলে ছোটবেলা থেকেই আমরা একসাথে এই কারণে আমাদের একসাথে চলতে ভালো লাগে তবে ছোটবেলায় আমাদের অনেক মারামারি হতো। শায়খ যদিও আমরা দুজনই মাদ্রাসায় পড়েছি। আমি এখনও পড়ছি( সে আমার ছোট কিন্তু আপাতত পড়ালেখা করেনা)।দুজনই ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করি কিন্তু তার রাগের কারণে তার সঙ্গে মিশতে পারিনা। ওকে আমি ভালো উপদেশ দিলে ও রেগে যায় । শায়খ সত্য বলতে চেঁচামেচি, হাতাহাতি এই বিষয়গুলো থেকে আমি আমার আমার জীবনে الله এর অনুগ্রহে অনেক দূরে আছি । আমার এই ভাইটা অনেক বদমেজাজি ওর সঙ্গে দুই একদিন কথা বললেই বড়ধরনের মারামারি বেঁধে যায়। যাদের সঙ্গে থাকলে আমার গুনাহ হয় তাদের থেকে দূরে আমি চলে যাই। কিন্তু আমার আপন ভাই হওয়ার কারণে একেবারে কথা না বললে গুনাহ হবে নাকি এই চিন্তা থেকে ওর সঙ্গে মিশতে যাই। অনেক গুনাহ থেকে الله এর রহমতে বেঁচে আছি। ওর সাথে সঙ্গ গ্রহণ করলেই গুনাহ হয়।একজন আলেম বলেছিল সালাম হলেও চালিয়ে যেতে একেবারে সম্পর্ক ভাঙ্গা যাবেনা। শায়খ ওর সঙ্গে একটু কথা শুরু করলে যেমন: দৈনন্দিন জীবনের কথা লাইট বন্ধ করো, ফ্যান বন্ধ করো, এই কথা গুলো বলা শুরু করলে সে আমার সাথে আরো কথা বলা শুরু করে সে বলে এখন মারামারি হবেনা আমরা carefully কথা বলবো কিন্তু পড়ে তার রাগের কারণেই সমস্যা হয়। ওর সঙ্গে কথা বলা শুরু হলেই আমিও দুইতিন দিন পরই একটা বড় ধরনের মারামারি জিনিস পত্র ছোড়াছুড়ি হয়। আমার আম্মুও ওর সঙ্গে আমাকে মিশতে মানা করে। আমি ওর সঙ্গে অনেক দিন কথা বন্ধ রেখেছিলাম ঘরে মারামারি হয়নি। শায়খ নিজেকে পাপ থেকে বাঁচানোর জন্য ওর সঙ্গে কথা বন্ধ করে দেয়া শরীয়তের দিক দিয়ে বৈধ হবে?
২ শায়খ পেশাব পায়খানা (বীর্য নয়)থেকে পবিত্র না হয়ে ঘুমিয়ে থাকা শুয়ে থাকা বা বসে থাকা কি পাপের কাজ?
৩শায়খ চাদর বা কোম্বল দিয়ে ঘুমানোর বা বিশ্রাম নেয়ার উদ্দেশ্যে সারা শরীর ঢাকলে টাখনুও ঢাকা হয় এতে পাপ হবে?