হুজুর, আসসালামুয়ালাইকুম।
আমার প্রশ্ন ছিল:
১/ আমার প্রস্রাবের সমস্যা হওয়ায়ই আমি সাধারনত প্রস্রাব করে প্রথমে টিস্যু দিয়ে মুছে ২০-২৫ মিনিট পর ধৌত করি। আমার কথা হলো আমি হাতে লজ্জাস্থান না ডলে শুধু বেশি করে পানি ঢেলে দি। এইভাবে কি আমি পবিত্র হচ্চি আর নামাজ পড়ছি সেটা কি হয়েছে? নাকি হাত দিয়ে ডলাডলি করতে হবে।
২/ আমি হালকা ঘাম নিয়ে সম্বভত নাপাক বালিশের উপর শুয়ে যায়(আগেও নাপাক শরীর নিয়ে ঘুমিয়েছিলাম, এখন বালিশে নাপাকি লেগেছিল কিনা নাকি আমার সে শরীর শুকনো নাকি ভেজা ছিল সেটা মনে পড়ছে না) । আর বালিশের মধ্যে ২ টা কাপড়ের কভার(কভারগুলো পবিত্র) ছিল। এখন আমার মনে হচ্ছে, ঘাম বালিশের ভিতরে যায় নি। কিন্তু আমার ওয়াসওয়াসার কারনে মানতে পারছি না। যখন ঘুৃম থেকে উঠি দেখলাম বালিশটা ভেজা ভেজা অনুভব হচ্ছে কিন্তু এত বেশি না যে চিপালে কিছু বের হবে আর হাতে দিলে ভেজা অনুভব হলেও ভিজে না। আমি এটা জানি যে, ভেজা শরীর নাপাক শুকনা কাপড়ে লাগলে নাপাক হয় না যতক্ষণ এটা এতটা না ভিজে যাতে চিপালে পানি বের হবে। আমার শরীর কি পাক আছে?