আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
101 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (57 points)

১/ কিছুদিন ধরে ফেসবুকে দেখছি আইলাইনার দেয়া নাকি জায়েজ নেই।কারণ, এটা নাকি বিধর্মীদের কালচার।মমিতেও আইলাইনার দেয়া এটা দেখে তারা বলেন এটা তাদের কালচার।এটা কতটুকু সঠিক?

লিপস্টিক,আইলাইনার,চুড়ি এগুলাও তো তারা পরতো/দিতো/দেয় তার মানে কি তাহলে এগুলাও পরা/দেয়া জায়েজ নেই? অলংকার/সাজগোজ তো প্রায় সবাই ই করতো/করে।আসলেই কি আইলাইনার দেয়া নাজায়েজ ওস্তাদ?

 

২/Assalamu alaikum 
Ami daraz theke onk shopping e kori.
To tara ekta damage products diyechilo
Ami return & refund er request diyechilm..
tara onk din howar por o kichu korchilo na ami 2/3 br jogajog er por 2 mash por tk refund koreche
Tobe products return ney ni..
ami abr koykbr jogajog er cheshta korechi but contact korte pari nai.
Ami ki tk ta use korte prbo?

3/ Assalamualaikum warahmatullahi wabarakatuh
Kono mohila mara gele nki tar lash er khat boner chele dhorte parbe na ? Eta koto tuku stti ?

4/ Assalamu alaikum apu amr ekta question cilo ami collage a pori amr friends (meye)tmn ase nh  ami bolsi tmra aso nh tai student km howai sir der class nte vlo lge nh ba amni. Akhn kdi kw collage a ase sdhu hijab pore ba  chul khule thle amr gnnh hbe? Ami to khyl krini akhn mne prse?

৫/ বাথরুমে গোসলের সময় আমরা গায়ে যে পানি দেই, দেওয়ার সময় অনেক পানি কিন্তু নিচে পড়ে এর ছিটা বিভিন্ন জায়গায় পড়ে এখন যদি সেই পানির ছিটা কমোডে পড়ে তাহলে কি গোসল হবে? যেহেতু কমোড নাপাক থাকে তাছাড়া এখন অধিকাংশ বাথরুম ছোট

৬/ রাসুল (সাঃ) বলেছেন••••••
যে ব্যক্তি অন্যের গু'না'হ নিয়ে খোঁটা দেয়,আল্লাহ তাকে সেই গু'না'হ না করা'নো পর্যন্ত মৃত্যু দিবে না।
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240603_112829_849.sdocx-->

এটা কতটুকু সত্য?

1 Answer

0 votes
by (579,240 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদিস শরিফে এসেছে,

عَنْ أَبِي أُمَامَةَ-رضي الله عنه- عَنِ النَّبِيِّ –ﷺ-، أَنَّهُ كَانَ يَقُولُ: مَا اسْتَفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَقْوَى اللَّهِ خَيْرًا لَهُ مِنْ زَوْجَةٍ صَالِحَةٍ، إِنْ أَمَرَهَا أَطَاعَتْهُ، وَإِنْ نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ، وَإِنْ أَقْسَمَ عَلَيْهَا أَبَرَّتْهُ، وَإِنْ غَابَ عَنْهَا نَصَحَتْهُ فِي نَفْسِهَا وَمَالِهِ

আবু উমামা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলতেন,  কোনো মুমিন ব্যক্তি আল্লাহ্ভীতির পর উত্তম যা লাভ করে তা হলো পুণ্যময়ী স্ত্রী। স্বামী তাকে কোন নির্দেশ দিলে সে তা পালন করে; সে তার দিকে তাকালে (তার বাহ্যিক সাজসজ্জা ও চরিত্রের মাধুর্যতা) তাকে আনন্দিত করে এবং সে তাকে শপথ করে কিছু বললে সে তা পূর্ণ করে। আর স্বামীর অনুপস্থিতিতে সে তার সম্ভ্রম ও সম্পদের হেফাযত করে। (সুনান ইবন মাজাহ ১৮৫৭)

কোনো সাজসজ্জা হারাম হওয়ার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত দলিল পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত তা বৈধ। আর হারাম হওয়ার দলিল পাওয়া গেলে তা অবৈধ। কেননা, বস্তুর মূল হচ্ছে, বৈধতা। আল্লাহ তাআলা বলেন,

قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللّهِ الَّتِيَ أَخْرَجَ لِعِبَادِهِ وَالْطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ

আপনি বলুন, আল্লাহর সাজসজ্জাকে, যা তিনি বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্রবস্তুসমূহকে কে হারাম করেছে? (সূরা আ’রাফ ৩২)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
চোখে আইলাইনার ব্যবহার করা যাবে।তবে পর-পুরুষের সামনে এগুলো ব্যবহার করে যাওয়া যাবে না।

আরো জানুনঃ- 

(০২)
হ্যাঁ, আপনি উক্ত টাকা ব্যবহার করতে পারবেন।

প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত প্রডাক্ট ব্যবহারের অযোগ্য হলে ফেলে দিবেন। আর ব্যবহারের যোগ্য হলে তাহা কোনো গরিব মিসকিনকে দিয়ে দিবেন।

(০৩)
এটা ভিত্তিহীন ও বানোয়াট কথা।
শরীয়তে এমন কোনো কথা নেই।

(০৪)
এক্ষেত্রে আপনার গুনাহ হবেনা। 
তদুপরি দ্বীনের দাওয়াত হিসেবে৷ আপনি তাদেরকে পূর্ণ পর্দা করে আসতে বলবেন।

(০৫)
শরীরে নাপাকির কোনো চিহ্ন/গন্ধ বা না পেলে সেক্ষেত্রে গোসল হবে।

এমতাবস্থায় করনীয় হলো গোসলের আগে ফ্লোরে পানি ঢেকে ভালোভাবে ধুয়ে নিবেন।

(০৬)
হাদীসের গ্রন্থ গুলোতে উক্ত হাদীস খুজে পাইনি। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...