ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শরীয়তের দৃষ্টিতে বিবাহ সম্পন্ন হওয়ার জন্য জরুরী হল, একই মজলিসে পাত্র পাত্রীর ইজাব ও কবুল করা। এবং পাশাপাশি সাক্ষী হিসেবে জ্ঞানসম্পন্ন সাবালক দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন নারী কর্তৃক উক্ত ইজাব-কবু্ল শ্রবণ করা।
যদি চিঠি বা মেসেজের মধ্যমে বিবাহ হয়, তাহলে এর পদ্ধতি হল নিম্নরূপঃ-
পাত্র পাত্রীর কোনো একজন অন্যজনকে বিবাহের প্রস্তাব লিখে পাঠাবে এবং অপরজন শরয়ী সাক্ষীর সামনে এভাবে বলবে যে, অমুক আমার নিকট বিবাহের প্রস্তাব প্রেরণ করেছে, আমি কবু্ল করলাম। যদি শরয়ী সাক্ষীর সামনে ঐ ব্যক্তি ইজাব কবুল না করেন, তাহলে কিন্তু বিবাহ সম্পন্ন হবে না।
সুতরাং মেসেঞ্জারে কোনো একটা গ্রুপ খুলে সেখানে যদি পাত্র-পাত্রী ইজাব কবুল করে, এবং সেই গ্রুপে যদি কেউ সাক্ষী হিসেবে থাকে, তাহলে উক্ত বিবাহ বিশুদ্ধ হবে না।কেননা কবুল কারীর মজলিসে উপস্থিত থেকেই সাক্ষীদ্বয়ের জন্য কবুল কে শ্রবণ করা জরুরী।
যেহেতু এখানে পুরো বিষয়টাই মেসেজের মাধ্যমে হয়েছে। সাক্ষীদ্বয় মজলিসে উপস্থিত ছিল না, তাই প্রশ্নের বিবরণ অনুযায়ী বিবাহ বিশুদ্ধ হবে না ।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 75153