আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
166 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (24 points)
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
১] কেউ যদি দুরুদে ইব্রাহিম যিকর করতে চায়, তাহলে ❝আল্লাহুম্মা বারিক আ'লা.....❞ এর আগ পর্যন্ত পড়লে হবে? নাকি পুরোটাই পড়া আবশ্যক?

২] তাহাজ্জুদের ওয়াক্তে [আজানের আগে] সকালের মাসনূন আমল করা যাবে?
৩] তাহাজ্জুদ ওয়াক্ত শেষে ফজরের ফরজ পড়ার জন্য আজান জরুরী?

৪] (নামাজ ব্যতীত) পশ্চিম দিকে থুথু ফেললে কি কোনো সমস্যা হয়, অজান্তে হয়ে গেলেও?

1 Answer

0 votes
by (569,520 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
হ্যাঁ, এর আগ পর্যন্ত পড়লে হবে।
এমতাবস্থায় পুরোটাই পড়া আবশ্যক নয়।

(০২)
সুবহে সাদিক এর আগে ঐ আমল গুলি করলে নির্দিষ্ট আমলের ছওয়াব পাওয়ার কথা কোনো গ্রন্থে নেই।

তবে বিশেষ প্রয়োজনে কোনো সময় করলে আল্লাহ তায়ালার কাছে উক্ত ফজিলত পাওয়ার আশা করা যেতে পারে।

(০৩)
আজান জরুরী নয়।
তবে ফজরের ওয়াক্ত আসা জরুরী। 

সুতরাং ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক প্রনীত নামাজের স্থায়ী ক্যালেন্ডার হতে আপনার জেলার ফজরের ওয়াক্ত শুরুর টাইম দেখে আপনি ফজরের নামাজ আদায় করতে পারবেন।

এমতাবস্থায় আযান হওয়া আবশ্যক নয়। 

বিস্তারিত জানুনঃ- 

(০৪)
ইচ্ছাকৃতভাবে থুতু পশ্চিম দিকে,কেবলার দিকে ফেলবেন না।

বুখারী শরীফের ৩৯৬ নং হাদীসে এসেছেঃ

حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي الْقِبْلَةِ، فَشَقَّ ذَلِكَ عَلَيْهِ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، فَقَامَ فَحَكَّهُ بِيَدِهِ فَقَالَ " إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ، فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ ـ أَوْ إِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ ـ فَلاَ يَبْزُقَنَّ أَحَدُكُمْ قِبَلَ قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمَيْهِ ". ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ فَبَصَقَ فِيهِ، ثُمَّ رَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، فَقَالَ " أَوْ يَفْعَلْ هَكَذَا ".

কুতায়বা (রহঃ) .... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে (দেয়ালে) ‘কফ’ দেখলেন। এটা তাঁর কাছে কষ্টদায়ক মনে হল। এমনকি তাঁর চেহারায় তা ফুটে উঠলো। তিনি উঠে দিয়ে তা হাত দিয়ে পরিষ্কার করলেন। তারপর তিনি বললেনঃ তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তাঁর রবের সাথে একান্তে কথা বলে। অথবা বলেছেন, তাঁর ও কিবলার মাঝখানে তাঁর রব আছেন। কাজেই, তোমাদের কেউ যখন কিবলার দিকে থুথু না ফেলে। বরং সে যেন তাঁর বাম দিকে বা পায়ের নীচে তা ফেলে। তারপর চাঁদরের আঁচল দিয়ে তিনি তাতে থুথু ফেললেন এবং তাঁর এক অংশকে অন্য অংশের উপর ভাঁজ করলেন এবং বললেনঃ অথবা সে এরূপ করবে।

সহীহ : বুখারী ৪০৫, 
[বুখারি ৪০৫, ২৪১, ৪১২, ৪১৩, ৪১৭, ৫৩১, ৫৩২, ৮২২, ১২১৪, মুসলিম ৪৯৩, নাসায়ি ৩০৮, ৭২৮, আবু দাউদ ৪৬০, ইবন মাজাহ ৭৬২, ২০২৪, আহমদ ১১৬৫১, ১২৩৯৮, ১২৫৪৭, ১২৫৭৯, ১২৬৫৩, ১২৮০৪, ১৩৪২৪, ১৩৪৭৭, ১৩৫৩৬, ১৩৬৮৫, দারেমি ৪১৩৯৬
সহীহ আল জামি‘ ১৫৩৭, সহীহ ইবনু হিব্বান ২২৬৭।]

صحيحي ابن خزيمة و ابن حبان من حديث حذيفة مرفوعًا 
من تفل تجاه القبلة جاء يوم القيامة وتفله بين عينيه". 

ইবনু খুযায়মাহ্ ও ইবনু হিব্বান (রহঃ) মারফূ‘ সূত্রে বর্ণনা রয়েছে। 
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ক্বিবলার দিকে থুথু ফেলল, সে ক্বিয়ামাতের (কিয়ামতের) দিন তার দু' চোখের মাঝে ঐ থুথু নিয়ে উপস্থিত হবে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,   
পশ্চিম দিকে থুথু ফেলা যদি অনিচ্ছাকৃত ভাবে হয় তাহলে তাহা জায়েয।ইচ্ছাকৃত তবে অসম্মান প্রদর্শনের নিয়তে নয়, এমন হলে মাকরুহ। অসম্মান প্রদর্শনের উদ্দেশ্য পশ্চিম দিকে পা রাখ, থুথু নিক্ষেপ করা কুফুরী। 

আরো জানুনঃ 
,
★প্রশ্নে উল্লেখিত ছুরতে এটি ইচ্ছাকৃতভাবে হলে মাকরুহ হবে।
আর অনিচ্ছায় হলে কোনো সমস্যা হবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (24 points)
উস্তায, আমি Muslim day app এর টাইম ফলো করি সবক্ষেত্রে, লোকেশন সেট করে

এখন আপনি ইসলামিক ফাউন্ডেশন এর কথা বললেন দেখে এটা চেক করতে গিয়ে দেখলাম, ❝আমি যেই সময় ইফতার করি তা ইসলামিক ফাউন্ডেশন এর থেকে কয়েক মিনিট কম, [কাযা রোজা + শাওয়ালের রোজা] 

এখন রোজাগুলো আবার আদায় করতে হবে? 
Iom এর এক উস্তায বলেছিলেন Muslim Day App ফলো করা যাবে 
by (569,520 points)
আপনি  যেই সময় ইফতার করেছেন, তা ইসলামিক ফাউন্ডেশন এর ক্যালেন্ডার অনুপাতে আপনার জেলার টাইম থেকে কয়েক মিনিট কম?


আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...