১।আমাদের বাসার যিনি কাজ করেন,উনি আমাদের বাসা ছাড়াও আরও কয়েকটা বাসায় কাজ করেন,অর্থাৎ কম হলেও মাসিক ইনকাম আছে।তার স্বামীও ছোটোখাটো ব্যবসা করে।উনারা অল্প আয়ের মানুষ হলেও একেবারে গরিব বা মিসকিনের কাতারে পড়েন না।
এখন সেই কাজের আপাকে যাকাতের জন্য বরাদ্দকৃত টাকা থেকে যাকাতের উদ্দেশে টাকা দিলে যাকাত আদায় কি হবে??