আসসালামু আলাইকুম,
আমার স্ত্রীর গতকাল রাত ১ টার দিকে হায়েযের লক্ষণ প্রকাশ পায়। সেজন্য সে রমাদানের সিয়াম থাকার নিয়ত করে নি, তবে সেহরি খায়। কিন্তু আজ সকাল থেকে সে আর কোন লক্ষণ দেখেছে না হায়েযের। এমতাবস্থায় সে কি আজকের রোজা রেখে ফেলবে? কিন্তু সে তো হায়েয ভেবে রোজার নিয়ত করে নি। নাকি এই রোজার কাযা করতে হবে?