আসসালামু আলাইকুম,
আমি যখন ছোট ছিলাম তখন টুকরো কাপড় দিয়ে তৈরি পুতুল দিয়ে খেলা করতাম। একজনের পুতুলের সাথে আরেকজনের পুতুলের বিয়ে দিতাম। যখন আমার আম্মু জানতে পেরেছে পুতুল ঘরে রাখা যাবে না, তখন এগুলো ফেলে দিয়েছে। এরপর আর কখনো আমাদের পুতুল বানিয়ে বা কিনে দেয় নি।
আমার প্রশ্ন হচ্ছে,
১) আমার বেবি এরকম ছোট পুতুল দেখলে খেলতে চায়। টুকরো কাপড় দিয়ে চোখ মুখ না একে যদি বানিয়ে দেয় তাহলে কি জায়েজ হবে???
২) হাত পা ছাড়া কাপড়ের বানানো পুতুল, শুধু চুল দেয়া হয় এরকম পুতুল দিয়ে খেলা কি জায়েজ?