আস্সালামুআলাইকুম ,হুজুর আমি নিয়ত করেছি ,বালেগা হবার পর থেকে আমার যত কাযা সালাত আছে ,এবং মাসিকের সময়ের কাযা রোজা গুলো আছে ,সব পরবো ইনশাআল্লাহ ! কিন্তু হুজুর আমি যদি এর আগেই মারা যাই ! তাহলেকি সেই কাজগুলোর সব শাস্তি পাবো !?
২)হুজুর ,যদি কোনো কারণে সালাত কাযা হয়ে যায় ,পরের ওয়াক্তে সেটা কাযা পড়া হয় অথবা পরের ওয়াক্তেও সালাত কাযা হলো ,,তারপরে কাযা সালাত আদায় করা হলো কোনো না কোনো সময়ে , তাহলে তো কাযা সালাতের গুনাহ হবে ,,,হুজুর যদি এমনটা হয় যে মাঝে মাঝেই কোনো ওয়াক্তের সালাত কারণ বসত বাহিরে থাকলে বা কাজে থাকলে বা ভ্রমণ চলাকালীন ,অথবা হাসপাতালে থাকাকালীন ,অথবা নাপাক কাপড় পরিধান অবস্থায় ,যেখানে পাক হবার কোনো উপায় নেই ,অনিচ্ছাকৃতভাবে যদি সালাত কাযা হয়,পরিববর্তীতে যদি কাযা সালাত আদায় করা হয় তাহলেওতো কাজা সালাতের গুনাহ হবে , হুজুর মৃত্যুর আগে যদি আমি কাজা সালাতের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চেয়ে যাই ,,,তবুওকি আমাকে আল্লাহ এর শাস্তি দিবেন !? সব কাযা সালাত পূরণের পরেও কি কাযা করার শাস্তি দিবেন !? যদি অনেক ক্ষমা চাই ! আল্লাহ কি ক্ষমা করবেন না !? এর ক্ষমা পাবার উপায় কি হুজুর !?
৩) হুজুর আমাদের কুরআন শরীফ থাকা সত্ত্বেও প্রতিদিন রাতে ল্যাপটপেই আমি সুরা গুলোর অডিও দিয়ে সাথে সাথে ল্যাপটপ এর বাংলা উচ্চারণ গুলো দেখে পড়ি ,,এটাকি তিলাওয়াতের সওয়াব হবেনা !? উল্টো গুনাহ হবেকি !? হুজুর আমি আরবি পড়তে পারিনা ,তাই অডিও ছেড়ে বাংলা উচ্চারণ গুলো দেখে দেখে সাথে সাথে পড়ি ,,,হুজুর মৃত্যুর পর কি আমার শাস্তি হবে এর জন্য !? আরবি পড়তে পারিনা বলে !? আমি যদি এভাবেই কুরআন খতম করি তবেকি হবেনা !? মুক্তি পাবোকি জাহান্নাম থেকে !? আমাদের মূল উদ্দেশ্য তো আল্লাহ কুরআনে কি বলেছেন সেটা জানা ,,কিন্তু সেটাতো আমরা বাংলা অর্থ না পড়লে বুঝবোনা ,,তো আমি বাংলা উচ্চারণ + অর্থ পরে শেষ করলে কি হবে !? আর আমি অডিও এর সাথে পড়ি কারণ বাংলা উচ্চারণে কোথায় টান হবে , মোটা ,চিকন স্বর হবে তা বুঝা যায়না। ...