আসসালামু আলাইকুম।
আমি জামাত ধরার জন্য তাড়াতাড়ি গোসল করতেছিলাম।এক পর্যায়ে বসে নাপাক শরীর ধুচ্ছিলাম তখন হঠাৎ কিছু পানি বালতিতে যায়।আমার ধারণা ওই পানি আমার গা থেকে গেছে।তাও আমি নিশ্চিত না যে তা গা থেকে গেছে নাকি পায়ের নিচে টাইলস থেকে গেছে।নিচে টাইলস দিয়ে তো নাপাক পানি যাচ্ছিল।এখন টাইলস থেকে ছিটা পানিও তো নাপাক হবে।এখন শরীর থেকে পানি ছিটছে নাকি টাইলস থেকে ছিটে বালটিতে গেছে তা আমি বুঝতে পারছি না।তখন তাড়াতাড়ি গোসল শেষ করে ফেলছি।এখন বালতির পানি কী নাপাক হবে নাকি পাক হবে?