আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ শাইখ,,,
১/ আমাদের পারিবারিক ইনকাম সম্পূর্ণ হালাল,, আমার বাবা ব্যবসা করে সংসার চালান,, এমনকি সুদ ঘুষ এসব ও খান না আমার বাবা,,, তবে আমার বাবা একবার প্রয়োজন এ কিছু টাকা ধার করেছিলেন,, যেটা অন্য একজনের নামে ব্যাংকে জমা ছিলো এবং এই টাকার উপর বাতসরিক সুদ প্রদান করতে হয় যা আমার বাবা করেন( আল্লাহ মাফ করুন) কারণ টাকা টা পুরোপুরি আমার বাবা এখনো শোধ করতে পারননি,, এক্ষেত্রে আমার বিয়ের ব্যাপার এ জানার সময় পাত্রপক্ষ যদি ইনকাম এর ব্যাপারে কিছু জিজ্ঞেস করেন আমার কি এটাও বলতে হবে?? আর আমাদের ইনকামিং সোর্স একদমই হালাল,,
২। আমার মুখে শীতকালে একটু প্রব্লেম হয়,, ঠোটের নিচে সামান্য জায়গায় একটু কালো দাগ হয় কিছুদিন থাকে তারপর সেরে যায়,, দাগটা খুবই সামান্য এবং খুব কাছ থেকে দেখলে বোঝা যায় দূর থেকে বোঝা যায় না,, একপ্রকার শীতকালে হাত পা ফাটার মতো প্রব্লেম তারপরও খুব বেশিদিন থাকে না ১ মাস মতো তারপরও খুব বেশি শীত পড়লে এমন প্রব্লেম হয়,, এমন দাগ এর উপর আমি যদি হালকা মেক আপ করে পাত্রপক্ষের সামনে যাই তাইলে কি গুণাহ হবে,, আর এই প্রব্লেম এর কথা কি আমার জানাতে হবে,,,
দয়া করে উত্তর দিবেন উস্তায ইন শা আল্লাহ