যদি কারো কাপড়ে নাপাকি থাকে, এবং সে সালাতের পূর্বে কাপড় পরিবর্তন করতে ভুলে যায়। ঐ অবস্থাতে সালাত পড়ে এবং কুরআন স্পর্শ করে, তিলাওয়াত করে। এবং অনেক সময় পরে তার কাপড়ের নাপাকির কথা মনে পড়ে। তাহলে তার করণীয় কি? তার কি সালাত আদায় হয়েছে? অপবিত্র কাপড় পরিহিত অবস্থায় কুরআন স্পর্শ করার জন্য কোন কাফফারা প্রয়োজন আছে কি?