বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফাতওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত আছে.............
الْمَذْيُ يَنْقُضُ الْوُضُوءَ وَكَذَا الْوَدْيُ وَالْمَنِيُّ إذَا خَرَجَ مِنْ غَيْرِ شَهْوَةٍ
মযি অজুকে ভেঙ্গে দেয় ঠিক তেমনিভাবে ওদী এবং ঐ মনি যা কামুত্তেজনা বতীত বাহির হয় তাও ওজুকে ভেঙ্গে দেয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া -১/১০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার হবু স্বামীর সাথে কথা বলার সময় যা নির্গত হয়েছে,সেটা মযি, এদ্বারা গোসল ফরয হবে না। হ্যা, অজু নষ্ট হয়ে যাবে। এক দিরহাম থেকে বেশী হলে কাপড় নাপাক হয়ে যাবে।
বিঃদ্র:
বিয়ের পূর্বে স্বামীর সাথে অযথা কথা বলা জায়েয হবে না।