আসসালামু আলাইকুম, শাইখ
হাতে পায়ে তেল, লোশন, ক্রীম মাখলে তো শরীর তেল তেল হয়ে যায়। এখন সেই অবস্থায় বাচ্চাদের প্রস্রাব আমার পায়ে শরীরে লাগলে তখন একবার পানি ঢাললে তেল তেল দূর না হলেও শরীর তো পাক হয়ে যাবে তাইনা? তিনবার কি পানি ঢালতে হবে? আর তেল তেল দূর করা কি জরুরি? তেল তেল তো ক্রীম মাখলেই হয়। তেল তেল ভাব তো যায়না কখনো একমাত্র ভালো করে সাবান দিয়ে ওয়াশ না করা ব্যতীত!