সম্প্রতি আমি দাড়ি বড় রেখেছি নবীজির সুন্নাহ পালনের উদ্দেশ্যে। সুন্নাহ পালনের ইচ্ছা আগে থেকেই ছিল কিন্তু আগে আমি দাড়ি শেভ করতাম, দাড়ি আরেকটু ভালো হবে, ঘন হবে এই আশায়। আমার স্ত্রী একদিন বললো দাড়ি রাখার উদ্দেশ্য তো সুন্দর লাগা না। বেপারটা আমাকে ভাবায়। আমি চিন্তা করলাম আসলেই আমি তো সুন্নাহ পালনের উদ্দেশ্যে দাড়ি রাখতে চায়, তাহলে আবার দাড়ি সুন্দর দেখানোর জন্য শেভ করছি কেন। আমি দাড়ি বড় রাখার নিয়াত করলাম সেদিনের পর থেকেই। শেষ বার শেভ করার পর আমার নিয়াত ছিলো আরো কয়েকবার শেভ করার। তারপর দাড়ি কিছুটা বড় হবার পর নিয়াত পরিবর্তন করি যে দাড়ি রেখে দিবো। আমার প্রশ্ন হলো, নিয়াতের পরিবর্তন করার কারণে আমার দাড়ি রাখার ইবাদত বা সাওয়াব এর কোনো ক্ষতি হবে কিনা?