কুরআনের কোনো আয়াত,মহান আল্লাহর নাম,রাসুলুল্লাহ সাঃ, হাদীস, ও শরীয়তের কোনো জরুরি বিধান নিয়ে হাসি ঠাট্রা,গালি গালাজ করলে ঈমান চলে যায়।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
قُلْ أَبِاللهِ وَآيَاتِهِ وَرَسُوْلِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُوْنَ، لاَ تَعْتَذِرُوْا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيْمَانِكُمْ
‘আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে তাঁর হুকুম-আহকামের সাথে এবং তাঁর রাসূলের সাথে ঠাট্টা করছিলে? ছলনা কর না, ঈমান আনার পর তোমরা যে কাফির হয়ে গেছ’ (তওবা ৬৫-৬৬)।
فَنَذَرُ الَّذِيْنَ لاَ يَرْجُوْنَ لِقَاءَنَا فِيْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ
‘সুতরাং যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, আমি তাদেরকে তাদের দুষ্টামীতে ব্যতিব্যস্ত করে রাখি’ (ইউনুস ১১)।
এ ধরনের লোকদের সাথে উঠাবসা, চলাফেরা ত্যাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত তারা উক্ত আচরণ পরিত্যাগ না করে।
وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلاَ تَقْعُدُوْا مَعَهُمْ حَتَّى يَخُوْضُوْا فِيْ حَدِيْثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إِنَّ اللهَ جَامِعُ الْمُنَافِقِيْنَ وَالْكَافِرِيْنَ فِيْ جَهَنَّمَ جَمِيْعًا-
‘আর কুরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারী করে দিয়েছেন যে, যখন আল্লাহর আয়াত সমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রূপ করতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গ পরিবর্তন করে। অন্যথা তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ মুনাফিক ও কাফিরদেরকে জাহান্নামে একই জায়গায় সমবেত করবেন’ (নিসা ১৪০)।
আরো জানুনঃ-
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নের বিবরন মতে আপনার ঈমান চলে যায়নি। তবে এভাবে গালি দেয়াতে আপনার গুনাহ হয়েছে।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
আপনি পবিত্রতার জন্য অন্য পন্থা অবলম্বন করবেন,যাতে আপনার জন্য পবিত্র হওয়া অনেক সহজ হয়।
আপনি অপবিত্র কাপড় ধোয়ার সময় তাহা বড় কোনো বালতির মধ্যে রেখে ধৌত করবেন।
আস্তে-ধীরে ডলে একবার ধোয়ার পর বালতির মধ্যে থেকেই কাপড়টি চেপে (নিংড়িয়ে) নিবেন,তারপর পানি ফেলে দিবেন,তারপর কাপড় সেই বালতিতে রেখে পুনরায় পানি নিবেন,এভাবে ডলে ২য় বার ও ৩য় বার ধৌত করবেন।
তাহলে আর ছিটা দেয়ালে আসার সম্ভাবনা থাকবেনা।
নাপাকি ধৌত করতে সরাসরি ট্যাপ ব্যবহার না করে মগ ব্যবহার করার চেষ্টা করবেন,আস্তে-ধীরে পানি ব্যবহার করবেন।
যেকোনো স্থানে নাপাক লাগা সম্পর্কে নিশ্চিত না হলে আপনাকে সেই স্থান পাক করতে হবেনা।