আসসালামু আলাইকুম
আমি একটি প্লাটফর্মে ফ্রিল্যান্সিং করি। নাম : ফাইভার (Fiverr)। এই প্লাটফর্মের একটি রুলস হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা শুধু মাত্র ফাইভারের মাধ্যমেই যোগাযোগ করতে পারবে, তারা তাদের কোনো ধরণের কনটাক্ট ইনফরমেশন শেয়ার করতে পারবে না, করলে একাউন্ট ব্যান করে দিবে। এর একটা প্রধাণ হচ্ছে, কনটাক্ট ইনফরমেশন শেয়ার করলে তারা প্লাটফর্মের বাহিরে যোগাযোগ এবং টাকা লেনদেন করবে কারণ তারা প্রতি অর্ডারে ২০% টাকা কমিশন নেয়।
এখন অনেকেই বিভিন্ন কৌশলে ক্লায়েন্টদেরকে প্লাটফর্মের বাহিরে নিয়ে আসে। যদি প্লাটফর্মটি ইহুদিদের, আমার প্রশ্ন এটা করা কি জায়েজ হবে?
এবং এভাবে যদি কেউ টাকা ইনকাম করে ফেলে, সেই টাকা কি হালাল হবে?