আসসালমুআলাইকুম শায়েখ,
আমি একটা হিন্দু লোকের তেলে ভাজা মুখরোচক দোকানে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম , সে মাংসের চপ বিক্রি করছিল, আমি বললাম , এই মাংস কি হালাল, ? উত্তরে সে বললো হালাল না।
আমি আর মাংসের চপ খেলাম না। দিয়ে আমি একটা সবজির চপ কিনে খেলাম ।
১. বিষয় হলো হিন্দু লোকের দোকান থেকে সবজির চপ কিনে খেলাম এটা কি হারাম হবে?
২. আমার ঈমান ঠিক আছে তো??