আসসালামু আলাইকুম। আমার ২-৩ বছর আগে একটা হারাম রিলেশন ছিল। আমি আমার রিলেশন এ থাকা অবস্থায় কারোর সামনে সামনা সামনি কোনোদিন কবুল করলাম,, বা কবুল এমন বলি নাই। ম্যাসেংজার এ হয়তো বলেছি কবুল চ্যাট করে। কারোর সামনা সামনি কোনোদিন কবুল বলিনি। অনেকে আছে বন্ধুদের সামনে মজা করে সাক্ষী রেখে বিয়ে করে আমার এটা এমন না। এমন সাক্ষী রেখে কোনোদিন কিছু করিনি। আমরা শুধু বলেছি অমুক সময় বিয়ে করবো, তমুক সময় করবো না, তখন করবো এমন ভাবে।।
১/আমি এখন জেনেছি যে, হানাফি মাযহাব অনুযায়ী নাকি যদি ছেলে মেয়েকে বলে বিয়ে করো, আর মেয়ে যদি বলে হ্যাঁ বিয়ে করলাম তাহলে নাকি বিয়ে হয়ে যায়। পরে একটা হুজুর বললো এটা যদি রাস্তায় দাঁড়িয়ে কেউ বলে, এমন কথা( যে বিয়ে করো, আর করলাম) আর পাশে দিয়ে অপরিচত দুই জন যদি কেউ যদি শুনে ফেলে তাহলে ও নাকি বিয়ে হয়ে যায়।
## প্রশ্ন হলো - এভাবে কি কোনো অপরিচিত, আগে থেকে জানে না, তারা সাক্ষী হয়?
২/তো আমি সেই হুজুর কে বললাম যে,- হুজুর আমরা তো রেস্টুরেন্টে বা এমনিতে অনেক জায়গায় দেখা করেছি, অনেক কিছুই বলেছি। এখন আমি কবুল বলিনি এটা আমার মনে আছে। কিন্ত আমাকে বিয়ে করো, আমিও বললাম- যে, 'আচ্ছা যাও বিয়ে করলাম' এমন কোনো কথা আমার হয়েছিল কিনা আমার এই মুহুর্তে মনে পড়ছে না। তখন হুজুর আমাকে বললো যে,
যদি রেস্টুরেন্টের লোক আপনাদের এসব কথা শুনে থাকে, তাহলে তারা সাক্ষী হয়ে যাবে আর আপনাদের বিয়ে হয়ে যাবে। যদি তারা আপনাদের অপরিচিত কেউ হয়, তাহলেও বিয়ে হয়ে যাবে। সাক্ষিদের আগে থেকে জানা থাকা প্রয়োজন নাই।
## আমার প্রশ্ন হলো এভাবে কি রেস্টুরেন্টের লোক সাক্ষী হয়??
৪/ এখন এই কথা গুলা শুনার পরে আমার আরো টেনশন লাগতেছে। কারন আমার এখনো মনে পড়তেছে না আমি (আমাকে বিয়ে করো, আর হ্যাঁ করলাম) এমন কিছু বলেছিলাম কিনা বা আমার যার সাথে রিলেশন ছিল সে এমন বলেছিল কিনা। আর রেস্টুরেন্টে বা রাস্তাঘাটে মানুষ শুনে ফেলেছিল না। তার সাথে এখন আমার আর হারাম রিলেশন নাই। আমার কিছুই মনে পড়ছে না এমন কোনো কথা হয়েছিল নাকি। এদিকে আমার জন্য বাসায় বিয়ের সমন্ধ আসতেছে আমি সেগুলো কেউ হ্যাঁ বলতে পারছি না।
৫/ এখন আমার কি এটা বিয়ে হয়েছে? যদি হয় আমার কি এখন তার কাছে তালাক চাইতে হবে? দয়া করে জানাবেন। অনেক চিন্তায় আছি।